জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল‍্যানেই পাওয়া যাবে বেশি ডেটা

ভারতীয় টেলিকম মার্কেটের কম দামে বেশি বেনিফিট দেওয়ার দৌড়ে অংশগ্রহণ করে ভোডাফোন তাদের নতুন প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটি মূলত রিলায়েন্স জিওর প্ল‍্যানকে টক্কর দেওয়ার জন্য বানানো হয়েছে। ভোডাফোন দীর্ঘদিন ধরেই পুরোনো ও নতুন প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়ে গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে। এবার ভোডাফোন তাদের 509 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করেছে।

কাল লঞ্চ হবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা রেডমি নোট 7 ও নোট 7 প্রো, জেনে নিন কিভাবে দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট

টেলিকমটকের তথ্য অনুযায়ী পরিবর্তনের পর এই প্ল‍্যানে 90 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে 509 টাকার রিচার্জ করলে প্রতিদিন 100টি ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল‌ও পাওয়া যাবে। এর আগে এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যেত।

এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 90 দিন। এই প্ল‍্যানের সঙ্গে ভোডাফোন প্লে অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর সাহায্যে ইউজার লাইভ টিভি শো ও সিনেমা উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল‍্যানে গ্ৰাহক আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা পাবেন।

2,000 কম দামে পাওয়া যাবে শাওমি রেডমি নোট 6 প্রো, জেনে নিন কিভাবে কিনবেন

প্রসঙ্গত কোম্পানি এই মাসেই 119 টাকার প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে যার ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি 4জি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে মোট 28 জিবি 4জি ডেটা উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here