5.67 ইঞ্চির নচ ডিসপ্লে ও 13 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হর আইবুমি জেড1

টেক কোম্পানি আইবুমি ভারতীয় বাজারে তাদের স্মার্টফোন সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আইবুমির পক্ষ থেকে আইবুমি জেড1 লঞ্চ করা হয়েছে যা নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। আইবুমি জেড1 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 11ই অক্টোবর থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেল করা হবে।

আইবুমি জেড1 এর সবচেয়ে বড় বিশেষত্ব ফোনের বড় ডিসপ্লে সাইজ। ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.67 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1,498 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।ফোনটি স্মার্টমি ওএস 3.0 এর সঙ্গে অ্যান্ড্রয়েড অরিওসহ পেশ করা হয়েছে যা 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক এমটিকে6739ডব্লিউ চিপসেটে রান করে।

কোম্পানি জেড1 ফোনটিতে 2 জিবি র‍্যাম যোগ করেছে। এতে 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের দুটি ক‍্যামেরাই এআই ফিচারযুক্ত।

আইবুমি জেড1 বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,800 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। আইবুমি জেড1 ফোনটি ক্লাসিক ব্ল‍্যাক, প্ল‍্যাটিনাম গোল্ড ও অশিয়ান ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

6,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া আইবুমি জেড1 ফোনটি 11ই অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত ফ্লিপকার্টে আয়োজিত বিগ বিলিয়ন ডেতে 500 টাকা কম অর্থাৎ 6,499 টাকা দামে কেনা যাবে। আইবুমি জেড1 এর সঙ্গে জিও অফার‌ও পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here