Home খবর 3 জিবি র‍্যাম, ডুয়েল ক‍্যামেরা, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 5.45 ইঞ্চির বেজল লেস ডিসপ্লে, দাম মাত্র 7,499 টাকা

3 জিবি র‍্যাম, ডুয়েল ক‍্যামেরা, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 5.45 ইঞ্চির বেজল লেস ডিসপ্লে, দাম মাত্র 7,499 টাকা

টেক কোম্পানি আইবুমি ভারতে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে তাদের নতুন ডিভাইস পেশ করল। লঞ্চ হ‌ওয়া ডিভাইসের নাম আইবুমি আই2। আইবুমি আই2 দেশের অন‍্যতম শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। ফ্লিপকার্টে মাত্র 7,499 টাকার বিনিময়ে ফোনটি পাওয়া যাবে। আইবুমি আই2 কম দামে দারুণ ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশন দেয়।

আইবুমি আই2 ফোনটিকে অত‍্যাধুনিক বেজল লেস ডিজাইনে বানানো হয়েছে। ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ ফুলভিউ ডিসপ্লে দিয়ে তৈরি যা 1440 × 720 রেজলিউশন সাপোর্ট করে। আইবুমি আই2 অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 অরিও আছে যা 1.5 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক এমটি6739 চিপসেটে রান করে।

শাওমিকে টক্কর দিতে অনার 7এ ও অনার 7সি হল ভারতে লঞ্চ, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

আইবুমি আই2তে 3 জিবি র‍্যাম আছে। এতে 32 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ করা হয়েছে। যার একটি 13 মেগাপিক্সেল ও অপরটি 2 মেগাপিক্সেল। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড গো ফোন “ভারত গো” হল লঞ্চ, মাত্র 2,399 টাকায় পাওয়া যাবে সুন্দর স্মার্টফোনটি

আইবুমি আই2 4 জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে সব রকম বেসিক কানেক্টিভিটির ফিচার আছে। এছাড়া ওটিজি সাপোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে যা 2এ ফাস্ট টেকনিকে চার্জ হয়। ফোনটি 7,499 টাকার বিনিময়ে ফ্লিপকার্ট থেকে ইন্ডিগো ব্লু ও অলিভ ব্ল‍্যাক রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে।