লো বাজেট সেগমেন্টে লঞ্চ হবে itel A80 স্মার্টফোন, সস্তা ফোনে পাওয়া যাবে দারুণ স্পেসিফিকেশন

সস্তা স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেল তাদের ‘এ’ সিরিজের নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি itel A80 নামে লঞ্চ করা হবে। এই ফোনটিও একটি লো বাজেট ডিভাইস হবে এবং ফোনটি গত বছর লঞ্চ হওয়া itel A70 এর আপগ্রেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। আপকামিং আইটেল এ80 ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে। এই লিস্টিং সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

itel A80 ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং

  • আইটেল এ80 ফোনটি গুগল প্লে কনসোলে itel-A671LC মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই মোবাইলে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T603 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
  • itel A80 ফোনটি 3GB RAM সহ লিস্টেড করা হয়েছে। তবে এই ফোনটি একাধিক RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • গুগল প্লে কনসোল অনুযায়ী এই আপকামিং আইটেল স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 14 সহ লঞ্চ করা হবে।
  • এই ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 320 পিপিআই পিক্সেল ডেনসিটি সহ HD+ স্ক্রিন থাকবে বলে লিস্টিং থেকে জানা গেছে।

itel A70ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: itel A70 ফোনটিতে 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছয়ে। এই স্ক্রিন এইচডি+ রেজলিউশন, 60Hz রিফ্রেশরেট, 120Hz টাচ স্যাম্পেলিং রেট, 20:9 আসপেক্ট রেশিও, 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T603 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের মেমরি বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট এবং RAM বাড়ানোর জন্য এক্সটেন্টেড 8GB RAM রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে AI ফিচারযুক্ত 13MP প্রাইমারি এবং 0.3MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, 4G LTE, 3.5 এমএম অডিও জ্যাক, ব্লুটুথ v5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: itel A70 ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

itel Color Pro 5G

জানিয়ে রাখি যে আইটেল IVCO টেকনোলজি সহ একটি নতুন ফোনে কাজ করছে। এই টেকনোলজির মাধ্যমে রোদে ফোনটির ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। itel Color Pro 5G ফোনটি MediaTek Dimensity 6080 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই ফোনে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যোগ করা হতে পারে। itel Color Pro ফোনটি 5G জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরুর দিকে ভারতে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here