জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Z9 Lite 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে এই ফিচার

iQOO তাদের Z9 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী জুলাই মাসে ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি iQOO Z9 Lite 5G নামে ভারতে লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনের কালার অপশন সম্পর্কেও জানা গেছে। জানিয়ে রাখি আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই আপকামিং ফোনটি কম দামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা লিক সম্পর্কে।

iQOO Z9 Lite 5G এর লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন (লিক)

  • টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে iQOO Z9 Lite 5G স্মার্টফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • নীচে এওয়া পোস্টের মাধ্যমে দেখা গেছে টিপস্টার আইকিউর প্রথম এন্ট্রি-লেভেল স্মার্টফোন iQOO Z9 Lite লঞ্চ করার কথা লিখেছেন। এছাড়া এই স্মার্টফোনটি জুলাইয়ের মধ্যভাগে পেশ করা হতে পারে বলে জানানো হয়েছে।
  • এই স্মার্টফোনটি ব্রাউন এবং ব্লু কালার অপশনে বাজারে পেশ করা হতে পারে বলে জানা গেছে।

iQOO Z9 Lite 5G এর ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী iQOO Z9 Lite 5G স্মার্টফোনটি Vivo T3 Lite 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। আগামী 27 জুন ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ এই ভিভো ফোনটি লঞ্চের পরে জুলাই মাসে সাব ব্র্যান্ড iQOO নতুন Z9 Lite 5G মডেল নিয়ে আসতে পারে।

iQOO Z9 Lite 5G এর দাম (লিক)

আগের লিক অনুযায়ী iQOO Z9 Lite 5G ফোন 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজের দাম 9,999 টাকা হবে বলে জানা গেছে। তবে 6GB RAM + 128GB স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হতে পারে।

iQOO Z9 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • iQOO Z9 Lite 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এই ফোনে 50MP AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে।
  • iQOO তাদের এন্ট্রি লেবল স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here