লিক হল iQOO Neo 9s Pro+ এবং iQOO Z9 Turbo+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

iQOO তাদের iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro স্মার্টফোন চীনে ডিসেম্বার মাসে লঞ্চ করেছিল। এরপর গত মে মাসে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন iQOO Neo 9s Pro+ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে এই iQOO Z9 Turbo+ স্মার্টফোনের প্রসেসর  সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা আপকামিং ফোনের তথ্য সম্পর্কে।

iQOO Neo 9s Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO Neo 9s Pro+ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনে চীনের iQOO Neo 9 Pro মডেলের মতোই হার্ডওয়্যার থাকতে পারে। তবে চিপসেট, ব্যাটারি এবং সিকিউরিটি আপডেট হতে পারে।
  • লিক অনুযায়ী এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই স্মার্টফোনের আগের মডেলের চেয়ে বড়ো ব্যাটারি এবং আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • লিকের মাধ্যমে ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই সম্পর্কে তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

iQOO Neo 9s Pro+ এর সম্ভাব্য ডিটেইলস

  • আগেই MIIT সার্টিফিকেশন সাইটে iQOO Neo 9s Pro+ ফোনটি V2403A মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
  • এই ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই স্মার্টফোনটি 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনটি জুলাই মাসে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বর্তমানে সঠিক লঞ্চ ডেট জানার জন্য অপেক্ষা করতে হবে।

iQOO Z9 Turbo+ এর ডিটেইলস (লিক)

লিক মাধ্যমে iQOO Neo 9S Pro+ স্মার্টফোনের সঙ্গে iQOO Z9 Turbo+ ফোন সম্পর্কেও জানা গেছে। এই ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে। তাই এই ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে কম দামের iQOO Z9 Turbo ফোনটি স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here