স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro+ স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই iQOO তাদের Neo 9 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে iQOO Neo 9S Pro এবং iQOO Neo 9S Pro+ মডেল চীনে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে নিয়ো 9এস প্রো টিজার শেয়ার করা হয়েছে। অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে নিও 9এস প্রো+ ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ দুর্দান্ত ফিচার সহ বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 9s Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

  • এই লিক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করেছে। এই শেয়ার করা লিকে ফোনের নাম নেই, কিন্তু এই ফোনটি iQOO Neo 9s Pro+ বলে মনে করা হচ্ছে।
  • পোস্ট অনুযায়ী এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
  • লিক অনুযায়ী এই ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। এছাড়া স্ক্রিনে 2160Hz PWM এবং DC ডিমিং ফিচার দেওয়া হতে পারে।
  • iQOO Neo 9s Pro+ ফোনে স্টোরেজের জন্য 16GB RAM + 512GB এবং 16GB RAM + 1TB দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
  • এই স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে ডেডিকেটেট গ্রাফিক্স চিপ দেওয়া হতে পারে।
  • এই ফোনটি শক্তিশালী ফিচারস সহ বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

iQOO Neo 9s Pro এর ডিটেল

  • iQOO Neo 9s Pro স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 9300+ চিপসেট সহ পেশ করা হবে।
  • টিজারের মাধ্যমে iQOO Neo 9s Pro স্মার্টফোনের ডিজাইন প্রকাশ্যে এসে গেছে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে বড়ো ক্যামেরা সেন্সর সহ আগের মডেল iQOO Neo 9 Pro ফোনের মতোই দেখা গেছে।
  • এই ফোনটি হোয়াইট কালারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু আরও কালার অপশন সহ পেশ করা হতে পারে।
  • বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনের লঞ্চ ডেট ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here