Home খবর 20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন

20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন

ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনে 12GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ 33,999 টাকা দামে সেল করা হচ্ছে। iQOO তাদের এই সিরিজের আরও একটি নতুন ফোন চীনে পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে iQOO Neo 9s Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেল সম্পর্কে।

iQOO Neo 9s Pro এর লঞ্চ ডিটেইলস

iQOO পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে চীনে একটি বড়ো ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি চীনে সময় অনুযায়ী সন্ধ্যা 7 টা বেজে 30 মিনিটে শুরু করা হবে এবং ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা 5 টায় লাইভ দেখা যাবে। পরবর্তী সময়ে iQOO Neo 9s Pro স্মার্টফোন ভারতেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

iQOO Neo 9s Pro এর ইমেজ

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে রাউন্ড এজ সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। iQOO Neo 9s Pro ফোনের নীচের ফ্রেমে স্পিকার সহ ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যাবে।

iQOO Neo 9s Pro এর স্পেসিফিকেশন (লিক)