20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন

ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনে 12GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ 33,999 টাকা দামে সেল করা হচ্ছে। iQOO তাদের এই সিরিজের আরও একটি নতুন ফোন চীনে পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে iQOO Neo 9s Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেল সম্পর্কে।

iQOO Neo 9s Pro এর লঞ্চ ডিটেইলস

iQOO পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে চীনে একটি বড়ো ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি চীনে সময় অনুযায়ী সন্ধ্যা 7 টা বেজে 30 মিনিটে শুরু করা হবে এবং ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা 5 টায় লাইভ দেখা যাবে। পরবর্তী সময়ে iQOO Neo 9s Pro স্মার্টফোন ভারতেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

iQOO Neo 9s Pro এর ইমেজ

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে রাউন্ড এজ সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। iQOO Neo 9s Pro ফোনের নীচের ফ্রেমে স্পিকার সহ ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যাবে।

iQOO Neo 9s Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • প্রসেসর: iQOO Neo 9s Pro স্মার্টফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300+অক্টাকোর প্রসেসর সহ 3.4Ghz ক্লক স্পীডে কাজ করবে।
  • ইনবিল্ড গেমিং চিপ: iQOO Neo 9s Pro স্মার্টফোনে পাওয়ারফুল প্রসেসর সহ Supercomputing Chip Q1 চিপসেট দেওয়া হবে। এই চিপসেট বিশেষ করে গেমিঙের জন্য দেওয়া হয়েছে, যা গেম ফাস্ট, স্মুথ এবং ল্যাগ ফ্রি করতে সাহায্য করবে।
  • মেমরি: লিক অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে 16জিবি RAM মেমরি সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে এই ফোনে 16জিবি ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM সহ 32GB RAM (16GB+16GB) এর ক্ষমতা দেওয়া হবে।
  • স্টোরেজ: iQOO Neo 9s Pro স্মার্টফোনে 1TB Storage সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই স্টোরেজ অপশন ফোনটির সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনের বেশ মডেলে 256জিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে পেশ করা হবে।
  • ডিসপ্লে: iQOO Neo 9s Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির বড়ো স্ক্রিন দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে 8টি এলটিপীও OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
  • ব্যাটারি: লিক অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে 5160mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here