120W ফাস্ট চার্জিং, 12GB RAM আর Snapdragon 888+ চিপসেটের শক্তি‌র সাথে iQOO 8 Pro 5G ফোন হলো লঞ্চ

Vivo এর থেকে বেড়িয়ে তৈরি হ‌ওয়া স্মার্টফোন ব্র‍্যান্ড iQOO কম সময়েই টেক মার্কেটে নিজের পরিচয় বানিয়ে নিয়েছে। আইকিউ এর ফ‍্যান ফলোয়িং ইন্ডিয়াতে‌ও অনেকটাই বেড়েছে আর এই ব্র‍্যান্ড‌ও কম দামে পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের ফোন নিয়ে আসে। এই সময়ে কোম্পানি আজকে টেক মার্কেটে নিজের নতুন ‘আইকিউ 8’ সিরিজ পেশ করলো যার মধ্যে দুটি শক্তিশালী ফোন iQOO 8 আর iQOO 8 Pro লঞ্চ করেছে। চলুন জেনে নিই সিরিজের বিগ ব্রাদার অর্থাৎ আইকিউ 8 প্রোতে কি বিশেষ আছে।

12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

iQOO 8 Pro এর ডিসপ্লে

আইকিউ 8 প্রোকে কোম্পানির পক্ষ থেকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 3200 × 1440 পিক্সেল রেজল্যুশন এর 6.78 ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এতে Samsung E5 AMOLED স্ক্রিন আছে যা 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। কোয়ালকম আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করার সাথেই এই স্ক্রিন HDR10+, Dolby Vision, 1.07 billion colors আর DCI-P3 Color gamut এর মতো ফিচার‌ও আছে।

iQOO 8 Pro এর প্রসেসর

আইকিউ 8 প্রো স্মার্টফোন‌কে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে যা অরিজন ওএস এর সাথে মিলে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 888+ দেওয়া হয়েছে। আবার গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 660 জিপিইউ সাপোর্ট করে।

ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

iQOO 8 Pro এর ফোটোগ্রাফি

ফোটোগ্রাফির জন্য এই নতুন আইকিউ ফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.75 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX766V সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের Sony IMX598 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.23 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

iQOO 8 Pro এর ব‍্যাটারী

আইকিউ 8 প্রো স্মার্টফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া আছে যা 120ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এর সাথেই এই মোবাইল ফোনটি 50ওয়াট ওয়ারলেস ফ্ল‍্যাশ চার্জিং টেকনোলজি সাপোর্ট করে এবং কোম্পানি iQOO 8 Pro কে 10ওয়াট ওয়ারলেস রিভার্স চার্জিং টেকনিক যুক্ত‌ ও করেছে। এর থেকে পরিস্কার বোঝাই যাচ্ছে যে কোম্পানি পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের মজা নেওয়ার জন্য নিজের ফোনে শক্তিশালী পাওয়ার ব‍্যাক‌আপ‌‌ও দিয়েছে।

Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা?

iQOO 8 Pro দাম

আইকিউ 8 প্রোকে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM এর সাথে 256GB Storage সাপোর্ট করে এবং এর দাম 4999 yuan অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 57,000 টাকা প্রায়। এইভাবেই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম 5499 yuan (প্রায় 63,000 টাকা)। আবার iQOO 8 Pro এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage এর সাথে 5999 yuan এ লঞ্চ হয়েছে এবং এই দাম ভারতীয় কারেন্সি‌তে 68,900 টাকা প্রায়। এই ফোনের সেল চিনে 26 আগস্ট থেকে শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here