200W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ চীনে লঞ্চ হয়েছে iQOO 11S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটিতে 16GB RAM এবং 1TBGB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • এই স্মার্টফোনটি iQOO 11 সিরিজের তৃতীয় হ্যান্ডসেট।
  • iQOO 11S ফোনে 200W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

iQOO অফিসিয়ালি চীনে iQOO 11 সিরিজের অধীনে তাদের নতুন স্মার্টফোন iQOO 11S লঞ্চ করেছে। iQOO 11S এর সঙ্গে কোম্পানি iQOO TWS 1 ইয়ারবাডও লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনটিতে 144Hz রিফ্রেশরেট, 1800 নিটস ব্রাইটনেস এবং 3200 x 1440 পিক্সেল রেজলিউশন সহ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Qualcomm এর Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

iQOO 11S ফোনের দাম এবং সেল

এই ডিভাইসটির 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ মডেলটির দাম CNY 3799 (প্রায় 43,156 টাকা)। 16GB RAM এবং 256G স্টোরেজ সহ দ্বিতীয় ভেরিয়েন্টের দাম CNY 4099 (প্রায় 46,600 টাকা)। 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ তৃতীয় ভেরিয়েন্টের দাম CNY 4399 (প্রায় 49,900 টাকা)। 16GB RAM এবং 1TBGB ইন্টারনাল স্টোরেজ সহ সবথেকে বড় মডেলটির দাম CNY 4,799 (প্রায় 54,518 টাকা)। এই ডিভাইসটি 10 ​​জুলাই থেকে চীনে সেলের জন্য পাওয়া যাবে।

iQOO 11s ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO 11s ফোনে 2K রেজলিউশন এবং 144Hz রিফ্রেশরেট যুক্ত একটি 6.78-ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের উপর বেস করে তৈরি।
  • RAM এবং স্টোরেজ: iQOO 11s ফোনটি 12GB + 256GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB এর চারটি ভেরিয়েন্ট সহ লঞ্চ হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO 11s ফোনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50MP Sony VCS IMX866 সেন্সর, 13MPপোর্ট্রেট লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • OS: iQOO 11s অ্যান্ড্রয়েড 13-বেসড অরিজিন OS 3.0 তে রান করে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনটিতে 200W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4,700mAh ব্যাটারি রয়েছে।
  • কানেক্টিভিটি অপশন: এই ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে ডুয়াল সিম সাপোর্ট, 4G LTE, 5G এবং Wi-Fi 7 রয়েছে।
  • কালার অপশন: iQOO 11s black, white এবং cyan এই তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছে।

ভারতে কি iQOO 11S লঞ্চ হবে?

iQOO 11S ফোনটি বর্তমানে শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনের ভারত লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তাই এখনই ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কয়েক মাস আগে iQOO সিরিজের অধীনে লঞ্চ হওয়া iQOO 11 5G ফোনটি আপনারা ভারতে সেলের জন্য পেয়ে যাবেন। আরও পড়ুন: জেনে নিন BHIM UPI অ্যাপ সেটআপ করার পদ্ধতি, আরো সহজ হয়ে উঠবে ডিজিটাল পেমেন্ট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here