বড়ো দুর্ঘটনার থেকে বাঁচতে হলে সময় থাকতে ঠিক করিয়ে নিন এই গুরুত্বপূর্ণ যন্ত্র, আপনার অবহেলা‌র কারনে আপনার ঘরে লাগানো Inverter হয়ে উঠতে পারে বিষ্ফোরকের সমান

শুরুতে যখন Inverter আসে তখন হাতে গোনা কিছু বাড়িতেই দেখা যেতো। কিন্তু এখন ইন্ভার্টার খুব‌ই সাধারণ হয়ে গেছে এবং বেশিরভাগ সবাই নিজের বাড়িতে ইন্ভার্টারের ব‍্যবহার করে। বিদ্যুৎ চলে যাওয়ার পরেও ঘরে লাইট এবং পাখার মতো প্রয়োজন মেটাতে সক্ষম এই ইন্ভার্টার, এই কারনেই ইন্ভার্টার এখন প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। প্রায়ই দেখা যায় যে লোকেরা তাদের বাড়িতে প্রয়োজন অনুযায়ী ইন্ভার্টার লাগিয়ে নেয় কিন্তু লাগানো‌র পরে জরুরী দেখাশোনা করে না তারা। ইন্ভার্টারের সঠিক দেখাশোনা না করলে সেটি আপনার পরিবারের জন্য বড়ো বিপদের কারন হয়ে উঠতে পারে।

ব‍্যাটারী কন্ডিশনে মনোযোগ দেওয়া উচিৎ

Inverter এ হ‌ওয়া ব্লাস্টের মূল কারন হলো তাতে লাগানো Battery। ব‍্যাটারী‌র অবস্থা খারাপ হয়ে গেলে তাতে আগুন জ্বলে উঠতে পারে এবং ব্লাস্ট‌ও হতে পারে। ইন্ভার্টারের ব‍্যাটারী‌র ফিজিক্যাল কন্ডিশন ভালো হ‌ওয়া অত্যন্ত আবশ‍্যকীয়। এমতাবস্থায় আপনার উচিৎ যে সময়ে সময়ে ব‍্যাটারী‌র কন্ডিশন দেখা যে সেটি ফুলে অথবা খারাপ হয়ে যাচ্ছে বা কোথাও গলে যাচ্ছে না তো। ব‍্যাটারীতে কোনো তীক্ষ্ণ অথবা ভারী জিনিসের চোট লাগলে সেটি বিপদজনক প্রমাণিত হতে পারে এবং ব‍্যাটারীতে প্রেশারের কারনেও সেটি ফাটতে পারে।

সময়ে থাকতে ওয়াটার রিফিলিং করানো উচিৎ

ইন্ভার্টারের ব‍্যাটারীটিকে সচল রাখার জন্য এর ফিজিক্যাল হেল্থ সহ এর ইন্টারনাল হেল্থ‌ও ফিট থাকা প্রয়োজন। ইন্ভার্টারের ব‍্যাটারীতে কিছু সময় পরে পরে জল পরিবর্তন করা হয়। এমতাবস্থায় সময়ে সময়ে চেক করা প্রয়োজন যে আপনার ব‍্যাটারী‌তে ওয়াটার লেভেল কমে যায়নি তো। প্রত‍্যেক ব‍্যাটারীতে এই ওয়াটার লেভেল চেক করার জন্য আলাদা আলাদা সিস্টেম দেওয়া হয়। যদি আপনার ব‍্যাটারীতে জল কমে যায় তাহলে সেটিকে না এড়িয়ে তৎক্ষণাৎ রিফিল করে নিন। জল কমে গেলে ব‍্যাটারী ড্রাই হয়ে যায় ফলে এতে আগুন‌ও জ্বলে উঠতে পারে।

ওয়ারিং যেন ঢিলা না হয়

লাইট ফ্ল‍্যাকচুয়েশানের পরিস্থিতি ইন্ডিয়াতে সাধারণ। অর্থাৎ বিদ্যুৎ বাড়তে এবং কমতে থাকে ফলে লাইটে পাওয়ার কম বেশি হতে থাকে। এইরকম পরিস্থিতি ঘরে বৈদ্যুতিক উপকরণ গুলির জন্য যেমন ক্ষতিকারক তেমনই ইন্ভার্টারের জন্যে‌ও, কারন ইন্ভার্টার ভল্টেজ কন্ট্রোল করার কাজ‌ও করে। এইরকম বার বার বিদ‍্যুতের ধাক্কা লাগার কারনে ইন্ভার্টারের ওয়ারের‌ও ক্ষতি হয়। খারাপ অথবা ঢিলা ওয়ারিং শর্ট সার্কিটের মূল কারন, এবং এরফলে তার অথবা ইন্ভার্টারে আগুন জ্বলতে পারে। এই কারনেই কিছু দিন পরে পরে ওয়ারিং টাইট করা উচিৎ।

ভেন্টিলাইজেশান প্রয়োজন

কিছু ব‍্যক্তি ইন্ভার্টার‌টিকে ঘরের এমন স্থানে রাখেন যেখানে সাধারণ বেশি যাতায়াত হয় না। বেশিরভাগ সময় এমন জায়গা পছন্দ করা হয় যেখানে বাচ্চারা যাতে যেতে না পারে এবং অন‍্য লোকেদের নজরের থেকেও দূরে রাখা হয়। কিন্তু এই কথাটি মনে রাখা উচিত যে আপনার ইন্ভার্টার এবং ব‍্যাটারীটি এমন জায়গায় রাখা উচিত যেখানে সঠিক ভাবে হাওয়ার ভেন্টিলাইজেশান হয়। দীর্ঘ সময় ধরে ব‍্যবহার করা এবং প্রেশারের কারনে ইন্ভার্টার গরম হয়ে যায় আর ভেন্টিলাইজেশানের ঘাটতির কারনে সেটি বিপদজনক‌ও হতে পারে। হাওয়া‌র ভেন্টিলাইজেশান সঠিক হ‌ওয়া সহ এটি দেখাও প্রয়োজন যে যেখানে আপনি ইন্ভার্টার‌টি রেখেছেন সেই জায়গাটিতে যেন বেশি গরম না হয়।

মেকানিকের থেকেই সার্ভিস করা উচিত

যেকোনো মেশিনকে যদি দীর্ঘ সময় পর্যন্ত ব‍্যবহার করতে হয় তাহলে সেটিকে সময়ে সময়ে দেখা এবং সার্ভিস‌ও করা উচিত। ইন্ভার্টারের ক্ষেত্রেও সেটি এক‌ই। কিছু জিনিস যেমন আপনি নিজেই দেখতে পারবেন আবার কিছু জিনিসের ক্ষেত্রে অভিজ্ঞ ব‍্যক্তির পরামর্শ বা তাকে দেখিয়ে নেওয়া ঠিক হবে। এমতাবস্থায় 91মোবাইলস আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি সময়ে সময়ে নিজের ইন্ভার্টার কোনো মেকানিককে দেখিয়ে নেবেন যাতে সে সমস্ত পার্টস ভালো করে পরীক্ষা করে দেখে ঠিক করে দিতে পারে। এই রকম করলে আপনার ইন্ভার্টার দীর্ঘ সম পর্যন্ত ভালো ভাবে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here