India Lockdown Trailer : রিলিজ হল ইন্ডিয়া লকডাউনের ট্রেলার, এবার স্ক্রিনে দেখুন করোনা মহামারি এবং লকডাউনের সত্যি ঘটনা

মধুর ভাণ্ডারকরের নতুন মুভি India Lockdown এর ট্রেলার মুক্তি পেয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম Zee5 এ এই সিনেমাটি মুক্তি পাবে। শ্বেতা বসু প্রসাদ, প্রতীক বব্বর, আহানা কুমরা, সাই তামহনকর ও প্রকাশ বেলাওয়াড়ির মতো জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেতাদের এই মুভিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। করোনার কারণে জারি করা লকডাউন এবং মহামারির ভয়ঙ্কর প্রকোপের চিত্র এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। করোনা মহামারির কারণে দেশের বিভিন্ন শ্রেণির মানুষদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা দেখা যাবে এই মুভিতে। মহামারির ওপর ভিত্তি করে গড়ে তোলা এই সিনেমাটি আগামী 2 ডিসেম্বর মুক্তি পাবে। আরও পড়ুন: 64MP Camera এবং 12GB RAM-এর সঙ্গে লঞ্চ হল Vivo V21s 5G স্মার্টফোন, অসাধারণ ফিচারের সঙ্গে রয়েছে স্টাইলিশ লুক

করোনা মহামারির কথা মনে করাবে ট্রেলার

মধুর ভাণ্ডারকরের আগামী মুভি India Lockdown করোনা মহামারির সময় দেশে কি কি হয়েছিল সেই স্মৃতি আবার জাগিয়ে তুলবে। মহামারির ফলে বিভিন্ন ধরনের মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয়েছিল তাই ফুটিয়ে তোলা হয়েছে। মুভিতে আলাদা আলাদাভাবে শ্রমিক, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণির মানুষের জীবন দেখা যাবে। এছাড়া দেখা যাবে দূরের শহরে থেকে কাজ করা প্রবাসী মানুষদের, যাদের জীবন প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছিল।

মহামারির সময় অ্যাম্বুলেন্স ও এই ধরনের অন্যান্য জরুরি ব্যাবস্থা জেভাবে ভেঙ্গে পড়েছিল তাও এই সিনেমার মাধ্যমে মনে পরতে বাধ্য। সবচেয়ে উল্লেখ্য কালোবাজারি, সেটাও রয়েছে এই মুভিতে। তৎকালীন লকডাউনের কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে আরও একবার আপনি বাকরুদ্ধ হবেনই। আরও পড়ুন: লঞ্চ হল Realme 10 Pro, কম দামে বাজার মাতাবে এই সুন্দর ফোনটি

India Lockdown Trailer | ইন্ডিয়া লকডাউনের ট্রেলার

দুর্দান্ত স্টারকাস্ট

মধুর ভাণ্ডারকরের করোনা মহামারির ওপর নির্মিত এই সিনেমায় প্রতীক বব্বরকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। প্রতীক বব্বর এবং সাই তামহনকর দুজন প্রবাসী শ্রমিক যারা মহামারির কারণে কাজ হারিয়েছিলেন। পরিবহন ব্যাবস্থা বন্ধ থাকায় তাঁরা পায়ে হেঁটেই শহর থেকে গ্রামে ফিরতে বাধ্য হন। অন্যদিকে শ্বেতা বসু প্রসাদকে দেখা যাবে একজন দেহ ব্যাবসায়ীর চরিত্রে। আহানা কুমরা একজন পাইলট। প্রকাশ বেলাওয়াড়ি কর্মসূত্রে পরিবারের থেকে দূরে থাকা একজন পিতা। সব দিক থেকে আই সিনেমাটি করোনা মহামারির পরিস্থিতিকে চোখের সামনে তুলে ধরবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here