যদি আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকে তবে আপনি পড়বেন এই পাঁচটি সমস্যায়

স্মার্টফোনের টেকনোলজি খুব দ্রুতগতিতে উন্নত হচ্ছে। এই উন্নত টেকনোলজির মধ্যে থেকে কিছু ফিচার অত্যন্ত আকর্ষণীয় হলেও কিছু টেকনোলজি সত্যিই বিরক্তি ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এইরকম একটি রাগের কারণ হলো কোনো ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকা। সবার আগে অ্যাপেল তাদের আইফোন থেকে অডিও জ‍্যাক সরিয়ে দেয়। এরপর কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিও এক‌ই পন্থা অবলম্বন করে। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হলো ওয়ানপ্লাস, শাওমি, হুয়াই। এমনকি এখন স‍্যামসাংও এই লিস্টে নিজের নাম লিখিয়েছে। স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এম40 স্মার্টফোন থেকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক সরিয়ে দেয়, যা ইউজাররা মেনে নিতে পারেননি।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হলো Honor 20i, জেনে নিন দাম

আপনি হয়তো ভাবছেন 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকলে কি হবে? শুধুমাত্র সাধারণ হেডফোন ব‍্যবহার করা যাবে না, এর বেশি তো কিছু নয়! এতে কিই বা এমন ক্ষতি হবে। নতুন ইউএসবি টাইপ সি জ‍্যাক‌ওয়ালা হেডফোন নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের জানিয়ে দিই সমস্যা শুধু এটুকুই নয়, আরও অনেক সমস্যা আছে। আমরা আজ এমনই 5টি সমস্যা নিয়ে কথা বলবো।

1. আলাদা ভাবে হেডফোন কিনতে হবে, পুরোনো হেডফোন চলবে না
3.5 এম‌এম অডিও জ‍্যাক অডিও প্রোডাক্টের জন্য একটি স্ট‍্যান্ডার্ডে পরিণত হয়েছে। সাধারণ মানুষ যেসব অডিও প্রোডাক্ট বেশি ব‍্যবহার করেন তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেখা যায়। প্রায় সব মানুষের কাছেই আজকাল একটি বা দুটি 3.5 এম‌এম অডিও জ‍্যাক‌ওয়ালা প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। অত‌এব আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকলে আপনার পুরোনো হেডফোন ও ইয়ারফোন আর কোনো কাজের নয়। আবার সেলস প‍্যাকে পাওয়া ইউএসবি টাইপ সি হেডফোন অন্য কোনো প্রোডাক্টে ব‍্যবহার করতে পারবেন না।

2. হেডফোনের দাম অনেক বেশি
3.5 এম‌এম জ‍্যাক‌ওয়ালা হেডফোন সব ধরনের বাজেটেই কিনতে পাওয়া যায়। মাত্র 300 টাকার বিনিময়েও আপনি ভালো ব্র‍্যান্ডের হেডফোন পেয়ে যাবেন। কিন্ত আপনার ফোনে যদি ইউএসবি টাইপ সি হেডফোন জ‍্যাক থাকে তবে আপনাকে হেডফোন কেনার জন্য অনেক বেশি দাম দিতে হবে এবং অপশন‌ও অত্যন্ত কম।

3. গাড়িতে ও ঘরে অক্স কেবল ব‍্যবহার করতে পারবেন না
গাড়িতে করে কোথাও যাওয়ার সময় বা বাড়িতে বসে অবসর সময়ে বা কোনো কাজ করতে করতে অনেকেরই গান শোনার অভ‍্যাস আছে। উভয় ক্ষেত্রেই অক্স কেবল ব‍্যবহার করে গাড়ির স্পীকার বা বাড়ির মিউজিক প্লেয়ারের সঙ্গে ফোন কানেক্ট করে গান বাজানো যায়। কিন্তু ফোনে ইউএসবি টাইপ সি কানেক্টার থাকলে এই সুবিধা উপভোগ করা যাবে না। সবসময় আলাদা কানেক্টার বয়ে বেড়াতে হবে।

4. গেম খেলার সময় বা গান শোনার সময় ফোন চার্জ করা যাবে না
ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক থাকলে গান শুনতে শুনতে বা গেম খেলতে খেলতেও ফোন চার্জ করা যায়। কিন্তু ইউএসবি টাইপ সি জ‍্যাক‌ওয়ালা ফোনে এমনটা সম্ভব নয়। অ্যাপেলের লাইটনিং চার্জার‌ওয়ালা ফোনেও এটা করা যায় না। একটি সময়ে হয় আপনি ফোন চার্জ করতে পারবেন নয়তো হেডফোন ব‍্যবহার করতে পারবেন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকায় এটি অন‍্যতম বড় সমস্যা।

5. ব্লুটুথ কানেক্টিভিটিতে ব‍্যাটারী হবে কমজোর
3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকায় সাধারণত মানুষ মিউজিকের জন্য ব্লুটুথ ডিভাইস ব‍্যবহার করে থাকেন। কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটির দুটি নেতিবাচক দিক আছে। প্রথমত ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ কম হয়ে যাবে এবং দ্বিতীয়ত ফোনের সঙ্গে ব্লুটুথ ডিভাইস‌ও বারবার চার্জ করতে হবে। সবচেয়ে বড়ো কথা ওয়ারলেস কানেক্টিভিটিতে অডিও কোয়ালিটি ওয়‍্যার কানেশনের চেয়ে কমে যায়।

ভারতে লঞ্চ হলো Honor 20 ও Honor 20 Pro, ফিচার দেখে অবাক হতে হয়

তবে যেসব কোম্পানি আজকাল 3.5 অডিও জ‍্যাক দেয় না তারা সাধারণত অডিও কানেক্টার দেয়। যার সাহায্যে আপনি ইউএসবি টাইপ সি পোর্টেও 3.5 এম‌এম অডিও জ‍্যাক‌ওয়ালা হেডফোন ব‍্যবহার করতে পারবেন। কিন্তু অত ছোট কানেক্টার মনে করে সবসময় বয়ে বেড়ানো যায় না। আর ব‌ইলেও হারানোর ভয় থেকেই যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here