আজ লঞ্চ হবে ওয়ানপ্লাস 6টি, জেনে নিন কিভাবে দেখবেন লঞ্চ ইভেন্ট লাইভ

বিগত কয়েক মাসের অপেক্ষা ও সমালোচনার পর আজ ফ্ল‍্যাগশিপ কিলার নামে খ‍্যাত ওয়ানপ্লাস তাদের নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিউইয়র্কে আজ একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চে ওয়ানপ্লাস 6টি লঞ্চ হবে। এই ফোনটির জন্য বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন বিগত দিন ধরে বিজ্ঞাপন করছেন। তাই এদেশে ফোনটির লঞ্চ সম্পর্কে আশা আরও প্রবল হয়ে যায়। এই ফোনটি 30শে অক্টোবর অর্থাৎ কাল ভারতে লঞ্চ করা হবে এবং এর একদিন আগে আমেরিকায় এর গ্লোবাল লঞ্চ করা হচ্ছে। আপনি চাইলে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন এবং এর জন্য কোম্পানি ব‍ন্দোবস্ত করেছে।

ওয়ানপ্লাস 6টি এর লঞ্চ ইভেন্টের আয়োজন আমেরিকায় সকাল 11টায় করা হচ্ছে যা ভারতের সময় অনুযায়ী প্রায় রাত 8:30টার।সময়। এই লিঙ্কে ক্লিক করে লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। অথবা নিচে দেওয়া ভিডিওতে ক্লিক করে লঞ্চ ইভেন্ট দেখা যাবে।

আপাতত এখনও পর্যন্ত এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেয়নি তবে বিভিন্ন লিক থেকে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। লিক অনুযায়ী এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত লঞ্চ হবে। ওয়ানপ্লাস 6টিতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এটি ওপ্পো এফ9 প্রোর মত ওয়াটারড্রপ নচযুক্ত হবে।

ওয়ানপ্লাস সবসময় উন্নত কোয়ালিটির হার্ডওয়্যার ব‍্যবহার করে এবং এই ফোনেও এমনটাই দেখা যাবে। পাওয়া তথ্য অনুযায়ী ওয়ানপ্লাস 6টিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। এর সঙ্গে এতে 6 জিবি ও 8 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। মেমরির দিক থেকে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

ক‍্যামেরার দিক থেকে ফোনটি যথেষ্ট অ্যাডভান্স হবে বলে মনে করা হচ্ছে। এতে ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 20 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের দিক থেকেও ওয়ানপ্লাস 6টি তাদের আগের ফোনের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স হবে এবং এতে ডেথ চার্জ সাপোর্টেড 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে।

ওয়ানপ্লাস 6টি ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে আপডেট করে দেওয়া হয়েছে। নতুন মডেল নতুন ওএসের সঙ্গেই সেল হবে। ফোনটি 37,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here