জেনে নিন Airtel, Jio, Vi এবং BSNL এ কলার টিউন সেট করার সহজ পদ্ধতি

আপনি যদি Airtel, Vi এবং Jio-তে কলার টিউন সম্পর্কে জানতে চান, তাহলে আজকের এই পোস্টে আপনাদের এই বিষয়টি স্টেপ বাই স্টেপ জানানো হল। কলার টিউনের মাধ্যমে আপনি ইনকামিং কলের জন্য ট্রিং ট্রিং এর পরিবর্তে আপনার প্রিয় গান বা সুর সেট করতে পারেন। এই ফিচারটি অনেকগুলি প্ল্যানে ফ্রিতে পাওয়া যায়। যেখানে ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী গান বা সুর সিলেক্ট করতে পারেন। টেলিকম কোম্পানিগুলো বলিউড, আঞ্চলিক, আন্তর্জাতিক, ইন্সট্রুমেন্টাল, ভক্তিমূলক এবং অন্যান্য গান সেট করার অপশন দেয়। আজকের এই পোস্টে আপনাদের Airtel, Vi, BSNL এবং Jio-তে কলার টিউন সেট করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানানো হল।

Table of Contents

Airtel কলার টিউন

কিভাবে এয়ারটেল অ্যাপের মাধ্যমে কলার টিউন সেট করবেন?

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার মোবাইলে Airtel Wynk Music অ্যাপ ইনস্টল করতে হবে।

স্টেপ 2: অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে আপনার Airtel নম্বর থেকে লগইন করতে হবে।

স্টেপ 3: হোম পেজে আপনাকে Hellotunes-এ ক্লিক করতে হবে।

স্টেপ 4: কলার টিউন সেট করার জন্য আপনাকে আপনার পছন্দের গানটি সার্চ করতে হবে।

স্টেপ 5: গানটিতে ক্লিক করে প্রথমে শুনুন এবং তারপর ‘Activate for Free’ তে ক্লিক করে Airtel নম্বরে কলার টিউন সেট করতে পারবেন।

এছাড়াও আপনি যদি Wynk Music অ্যাপে কোনো গান শোনেন এবং সেই গানটিকে আপনার কলার টিউন করতে চান, তাহলে আপনাকে হ্যালোটিউন আইকনে ক্লিক করতে হবে এবং তারপরে ‘ Activate for Free’ তে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনি Airtel নম্বরে কলার টিউন সেট হওয়ার কনফার্মেশন SMS পাবেন।

SMS এর মাধ্যমে কলার টিউন সেট করার পদ্ধতি

Airtel ইউজাররা USSD কোডের মাধ্যমেও ফোনে কলার টিউন সেট করতে পারেন। এর জন্য ইউজারদের ফোন থেকে *678# ডায়াল করতে হবে। তারপর আপনাকে আপনার পছন্দের টিউন সিলেক্ট করার জন্য গানের সিরিয়াল নম্বর রিপ্লাই করতে হবে।

Airtel এ অন্যদের কলার টিউন কপি করার পদ্ধতি

অন্য কারোর কলার টিউন Airtel এ কপি করার জন্য আপনাকে তাদের কল করুন। কলার টিউন যখন বাজবে সেইসময় *9 প্রেস করতে হবে। তবে কলার টিউনটি তখনই কপি করা যাবে যখন দ্বিতীয় নম্বরটিও Airtel এর হবে।

Vi কলার টিউন

Vodafone-Idea (Vi) অ্যাপ থেকে কলার টিউন সেট করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার ফোনে Apple App Store বা Google Play Store থেকে Vi-এর অ্যাপ ইনস্টল করতে হবে।

স্টেপ 2: এই অ্যাপটি ইনস্টল করার পরে, আপনাকে Vi নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

স্টেপ 3: হোম স্ক্রিনে, আপনাকে ‘প্রোফাইল টিউন – ফ্রি টু ইউ’ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি সার্চ বার থেকে আপনার পছন্দের গানটি সিলেক্ট করতে পারবেন। এছাড়াও, আপনি ‘প্রোফাইল টিউন – ফ্রি ফর ইউ’ পেজে ট্রেন্ডিং গানগুলি থেকেও আপনার নিজস্ব কলার টিউন সিলেক্ট করতে পারেন। এর মধ্যে কিছু গানের জন্য চার্জ নেওয়া হতে পারে।

স্টেপ 4: গানটি সিলেক্ট করার সাথে সাথেই আপনাকে ‘সেট’ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ‘অল কলার’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: পরের পেজে আপনাকে Vi টিউন সেট করার জন্য কনফর্মেশনের ‘সেট’ অপশনে ক্লিক করতে হবে। একবার আপনি কলার টিউন সেট করলে, আপনি আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

Vi এর ওয়েবসাইট থেকে কলার টিউন সেট করার পদ্ধতি

স্টেপ 1: Vi-তে ফ্রি কলার টিউন সেট করার জন্য আপনাকে http://vicallertunes.in/home ওয়েবসাইট খুলতে হবে।

স্টেপ 2: আপনাকে Vi নম্বর এবং OTP-এর সাহায্যে লগইন করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে হোম পেজে ফ্রি টিউন অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: আপনার পছন্দের গান সিলেক্ট করে ‘সেট’ অপশনে ক্লিক করতে হবে। কনফর্মেশনের জন্য আপনাকে পুনরায় ‘সেট’ এ ক্লিক করতে হবে। এই প্রসেসটি সম্পূর্ণ হলে আপনার Vi নম্বরে কনফার্মেশন SMS যাবে।

Jio কলার টিউন

Jio অ্যাপে কলার টিউন সেট করার পদ্ধতি

স্টেপ 1: Jio ইউজাররা MyJio অ্যাপ এবং JioSaavn অ্যাপ থেকে তাদের নম্বরে কলার টিউন সিলেক্ট করতে পারেন।

স্টেপ 2: ইউজাররা Google Play Store এবং Apple App Store থেকে MyJio অ্যাপ ডাউনলোড করতে পারেন।

স্টেপ 3: MyJio অ্যাপে নম্বর থেকে কল করতে পারেন।

স্টেপ 4: অ্যাপের হোম স্ক্রিনে JioTune অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: আপনার পছন্দের গান সিলেক্ট করে ‘Set as JioTune’-এ ক্লিক করতে হবে।

কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার ফোনে একটি কনফর্মেশন মেসেজ পাবেন।

কিভাবে SMS এবং IVR এর মাধ্যমে কলার টিউন সেট করবেন?

আপনি SMS এর মাধ্যমে Jio-এ কলার টিউন সেট করতে পারেন। এর জন্য আপনাকে JT লিখে 56789 নম্বরে পাঠাতে হবে। তারপর আপনাকে SMS এর মাধ্যমে কলার টিউন সেট করার পারমিশন দিতে হবে। তার কিছুক্ষণ পরেই আপনি SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবেন।

Jio ইউজাররা IVR কলের মাধ্যমে কলার টিউন সিলেক্ট করতে পারেন। এর জন্য ইউজারকে 56789 নম্বরে কল করতে হবে।

BSNL কল টিউন

BSNL তার গ্রাহকদের কাছ থেকে কলার টিউনের জন্য চার্জ নেয়। BSNL কলার টিউন সেট করার জন্য গ্রাহকদের থেকে প্রতি মাসে 30 টাকা চার্জ করে। এছাড়াও গান সিলেক্ট করার জন্য 12 টাকা চার্জ করা হয়। যদিও কিছু প্রিপেইড প্ল্যানে BSNL গ্রাহকদের ফ্রি কলার টিউন অফার করে অর্থাৎ টাকা খরচ না করেই আপনি কলার টিউন সিলেক্ট করতে পারবেন।

BSNP অ্যাপ থেকে কলার টিউন সেট করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে My BSNL Tunes অ্যাপ ইনস্টল করতে হবে।

স্টেপ 2: আপনার BSNL নম্বর থেকে অ্যাপে লগইন করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে আপনার পছন্দের গানটি সিলেক্ট করতে হবে এবং ‘সেট’ এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে ‘অল কলার’ সেট করতে হবে। এই প্রসেসটি সম্পন্ন হওয়ার পরে, আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে।

BSNL ইউজাররা অনলাইনে কলার টিউন সিলেক্ট করতে পারবেন

BSNL ইউজাররা অফিসিয়াল ওয়েবসাইট http://bsnltunes.bsnlumw.com/-এ ক্লিক করে কলার টিউন সিলেক্ট করতে পারেন। প্রথমে আপনাকে মোবাইল নম্বর থেকে লগইন করতে হবে। তারপর আপনাকে ‘Song Tab’ এ ট্যাপ করে আপনার পছন্দের গান সিলেক্ট করতে হবে এবং ‘Go’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে Play অপশনে ক্লিক করে অবশেষে ‘Set Tune ‘-এ ট্যাপ করে কলার টিউন এক্টিভেট করতে হবে।

SMS এর মাধ্যমে BSNL এ কলার টিউন সেট করার পদ্ধতি

BSNL ইউজারদের BT<স্পেস>ACT লিখে 56700 তে SMS করতে হবে। আপনি যদি কোনো গান কলার টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে BT<স্পেস> < গানের কোড> লিখে 56700 নম্বরে SMS করতে হবে। আপনি অনলাইনে গানের কোড পেয়ে যাবেন অথবা গানের নাম টেক্সট করে 56799 নম্বরে SMS পাঠাতে পারেন।

BSNL ইউজারদের জন্য IVR কল থেকে কলার টিউন সেট করার পদ্ধতি

BSNL ইউজাররা 56700/56789/56768 নম্বরে কল করে পছন্দের গানটি কলার টিউনে সেট করতে পারেন।

USSD কোডের মাধ্যমে BSNL-এ কলার টিউন সেট করার পদ্ধতি

BSNL ইউজাররা USSD কোড *567# এর মাধ্যমে তাদের নম্বরে কলার টিউন এক্টিভ করতে পারেন।

BSNL নম্বরে থাকা কলার টিউন কপি করার পদ্ধতি

আপনি যদি আপনার পরিচিত কোন ব্যক্তির BSNL নম্বরের কলার টিউন কপি করতে চান, তাহলে কলার টিউনটি যখন বাজবে সেই সময় আপনাকে *9 ডায়াল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here