8 জিবি র‍্যাম ও 6 ক‍্যামেরাওয়ালা অনার ম‍্যাজিক 2 সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড, 31শে অক্টোবর হবে লঞ্চ

অনার আইএফ‌এ 2018 এর মঞ্চে কোম্পানির অত্যন্ত অ্যাডভান্স ও স্টাইলিশ স্মার্টফোন অনার ম‍্যাজিক 2 পেশ করেছিল। অনার ম‍্যাজিক 2 তে স্লাইডার ক‍্যামেরা প‍্যানেল দেওয়া হয়েছে যা আজ পর্যন্ত অনার ফোনগুলির মধ‍্যে সবচেয়ে আলাদা ও বিশেষ টেকনিকের। অনার এটাও জানিয়েছে যে ম‍্যাজিক 2 আগামী 31শে অক্টোবর আন্তর্জাতিক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হয়ে যাওয়ায় সেখান থেকে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে।

চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে ফোনটি লিস্টেড করা হয়েছে এবং সেখানে ফোনটির স্পেসিফিকেশন‌ও উল্লেখ করা হয়েছে। অনার ম‍্যাজিক 2 এর ডিসপ্লেতে কোনো সেন্সর বা নচ দেওয়া হয়নি। ওপ্পো ফাইন্ড এক্সের মতো এতেও স্লাইড আউট টেকনিক ব‍্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক‍্যামেরা স্লাইডারে দেওয়া হয়েছে যা ফোন বডির ভেতরে থাকে এবং বাইরে থেকে দেখা যায় না। সেলফির কম‍্যান্ড দেওয়ামাত্র অনার ম‍্যাজিক 2 এর ফ্রন্ট ক‍্যামেরা সেট‌‌আপ স্লাইড হয়ে বাইরে চলে আসবে এবং ফোটো ক্লিক করবে।

অনার ম‍্যাজিক 2 এর যা স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে তা হল এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। ম‍্যাজিক 2 হুয়াইয়ের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট হাইসিলিকন কিরীন 980 চিপসেটে রান করে।

টেনার তথ্য অনুযায়ী কোম্পানি এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করবে। এই ভেরিয়েন্টের মধ্যে 6 জিবি ও 8 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হতে পারে। টেনাতে বলা হয়েছে ফোটোগ্ৰাফির জন্য অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেখা যাবে।

অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। টেনাতে দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 3ডি ফেস আনলক ফিচার সাপোর্ট করবে এবং এর সঙ্গে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। ম‍্যাজিক 2 তে এন‌এফসি, 4জি ভোএলটিই ও ইউএসবি টাইপ-সি এর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

অনারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ম‍্যাজিক 2 এর স্পেসিফিকেশন জানানো হয়নি। ফোনটির সঠিক স্পেসিফিকেশনের জন্য 31শে অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে। তবে ভারতে কবে ফোনটি লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here