11ই অক্টোবর লঞ্চ হবে অনার 8সি, 4 জিবি র‍্যাম, নচ ডিসপ্লে ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে থাকবে বড় পাওয়ারফুল ব‍্যাটারী

টেক কোম্পানি অনার মে মাসে ভারতীয় বাজারে তাদের কম বাজেটের দুর্দান্ত স্মার্টফোন অনার 7সি লঞ্চ করেছিল। এই ফোনটি তার অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে তার সুন্দর লুকের জন‍্যেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। এবার অনার তাদের এই অসাধারণ ফোনটির আরেকটি নতুন মডেল আনতে চলেছে। অনার অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 11ই অক্টোবর অনার 7সি এর আপগ্ৰেডেড ভার্সন অনার 8সি লঞ্চ করতে চলেছে।

অনার তাদের আগামী স্মার্টফোনের জন্য মিডিয়া ইনভাইট পাঠাতে শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 11ই অক্টোবর অনার 8সি আন্তর্জাতিক মঞ্চে পেশ করবে। ফোনটি আপাতত চীনা বাজারে লঞ্চ করা হবে যা কয়েক মাসের মধ্যে ভারতসহ অন‍্যান‍্য দেশে লঞ্চ করে দেওয়া হবে। অনার 8সির লঞ্চ ডেট ছাড়া কোম্পানি এখনও পর্যন্ত অন্য কোনো স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে কিছু জানায়নি।

অনার 8সির মিডিয়া ইনভাইটে ফোনটির ব‍্যাটারীও দেখানো হয়েছে এবং এর সঙ্গে “চার্জিং আপ” লেখা আছে। এই ইমেজ টিজার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অনার 8সি ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে বড় ও পাওয়ারফুল ব‍্যাটারীসহ মার্কেটে লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে অনার 8সি ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এতে নচ দেখা যাবে। এই ফোনে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির স্ক্রিন সাপোর্ট করবে।

লিক অনুযায়ী কোম্পানি এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করতে পারে যার মধ্যে একটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও অন‍্যটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হতে পারে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েডের সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরে রান করবে। ফোটোগ্ৰাফির জন্য অনার 8সিতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। ফোনের সঠিক স্পেসিফিকেশন ও দাম জানতে 11ই অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here