অনার 8সি শপিং সাইটে হল লিস্টেড, এটি পৃথিবীর প্রথম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটযুক্ত স্মার্টফোন

অনার কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি 11ই অক্টোবর তাদের নতুন স্মার্টফোন অনার 8সি লঞ্চ করবে। অনার 8সি চীনা বাজারের মধ্য দিয়ে টেক জগতে আসবে যা পরে ভারতসহ অন‍্যান‍্য দেশে লঞ্চ ক‍রা হবে। আজ লঞ্চের আগেই অনার 8সি হুয়াইয়ের শপিং সাইটে লিস্টেড হয়ে গেছে, যেখান থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

অনার 8সি চীনা ওয়েবসাইট ভিমলে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে আপাতত ফোনটির দামের কোনো উল্লেখ নেই কিন্তু অনার 8সি এর ফুল স্পেসিফিকেশন ও কালার ভেরিয়েন্টের অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে অনার 8সি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করবে। কোয়ালকমের এই চিপসেট আজ পর্যন্ত কোনো ফোনে ব‍্যবহার করা হয়নি। তাই অনার 8সি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে লঞ্চ করা বিশ্বের প্রথম স্মার্টফোন হবে।

অনার 8সি এর অন‍্যান‍্য স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখযোগ্য হল এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিকে ইএম‌ইউআই 8.2 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ লঞ্চ করা হবে যার সঙ্গে অক্টাকোর প্রসেসরে রান করবে। এছাড়া গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 5.6 জিপিইউ দেখা যেতে পারে।

লিস্টিং অনুযায়ী এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে। অনার 8সি 32 জিবি ও 64 জিবির দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেখা যাবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেখা যাবে।

অনার 8সি ফোনটি 4জি ভোএলটিই সাসোর্টের সঙ্গে ডুয়েল সিমসহ লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচারযুক্ত করে লঞ্চ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে। অনার 8সি ম‍্যাজিক নাইট ব্ল‍্যাক, ব্ল‍্যাক ও প্লাটিনাম গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনটির দামের জন্য 11ই অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here