32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হলো Honor 20i, জেনে নিন দাম

হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার ভারতে তাদের Honor 20 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে কোম্পানি Honor 20 ও Honor 20 Pro এর সঙ্গে Honor 20i ফোনটিও পেশ করেছে। এই ফোনটিতেও এই সিরিজের অন‍্য দুটি স্মার্টফোনের মতো 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি ফ‍্যান্টম ব্লু ও রেড কালারের সঙ্গে মিডনাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ভারতে লঞ্চ হলো Honor 20 ও Honor 20 Pro, ফিচার দেখে অবাক হতে হয়

দাম ও সেল
Honor 20i ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আগামী 18 জুন থেকে ফ্লিপকার্ট ও অফলাইন রিটেইল স্টোরে বেচা হবে।

Honor 20i এর ফিচার ও স্পেসিফিকেশন
Honor 20i তে 6.21 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এতে অক্টাকোর কিরিন 710 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট পেশ করা হয়েছে যা 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত।

64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A70s এর সঙ্গেই ভারতে লঞ্চ হবে Galaxy A20s ও Galaxy A30s

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা 24 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Honor 20i তে 3,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে 4জি ভিওএলটিই, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ ভার্সন 4.2, জিপিএস, মাইক্রোইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here