গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো হল লিক, নচ ডিসপ্লেসহ ডিজাইন ও স্পেশিফিকেশন জানা গেল

গত মাসে গুগলের আগামী স্মার্টফোন পিক্সেল 3এক্সএল সম্পর্কে একটি লিক সামনে এসেছিল যেখানে ফোনের নচ ডিসপ্লে ও অন্যান্য কিছু স্পেশিফিকেশন সম্পর্কে জানা গেছিল। আরও একবার গুগল পিক্সেল 3এক্সএল সমালোচনার শীর্ষে উঠে এসেছে। একটি নতুন লিকে ফোনটির ফোটো শেয়ার করা হয়েছে। ফোনটির ফোটো দেখে শুধুমাত্র ফোনটির ডিজাইন ও ডিসপ্লে সম্পর্কেই জানা যায়নি বরং ফোনটির স্পেশিফিকেশন সম্পরকেও জানা গেছে।

এক্সিডএ েডেডেভলপার্স তাদের রিপোর্টে গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো শেয়ার করেছে ডাক্তার গুরুর পক্ষ থেকে করা হয়েছে। এই রিপোর্টে ফোনের ফ্রন্ট, ব্যাক ও সাইড প্যানেল দেখানো হয়েছে। ফোনের ডিজাইন ও ফিচার বাদ ফিলেও এর লুক অত্যন্ত স্টাইলিশ ও আকর্ষক। রিপোর্টে দেখানো ফোনের মডেলটি সাদা রঙের। এই সাদা রঙের ফোনটির ডানদিকে পাওয়ার বাটন অরেঞ্জ রঙের দেওয়া হয়েছে যা অত্যন্ত আকর্ষক।

গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো থেকে জানা গেছে এটি নচ ডিসপ্লেসহ পেশ করা হবে। ফোনের নিচের দিকে বেজল আছে যেখানে স্পীকার দেখা যাচ্ছে। ফোনের নচে দুটি সেন্সর দেখা যাচ্ছে যা ক্যামেরা সেন্সর ও 3ডি ফেস রেকগনেশন সেন্সর হতে পারে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এক্টু ওপর দিকে দেওয়া হয়েছে এবং এর ওপর ভলিউম রকার বাটন আছে।

পিক্সেল 3এক্সএলের রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব্যাক প্যানেলে নিচের দিকে গুগলের লোগো দেওয়া হয়েছে। নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সামনে আসা ফোটোয় ফোনটিকে ফার্স্টবুট মোডে এনে এর ফোটো ক্লিক করা হয়েছে। বুট থেকে জানা গেছে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।

গুগলের এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 845 চিপসেট দেওয়ার কথা জানা গেছে। টেক জগতে চর্চা চলছে গুগল তাদের পিক্সেল সিরিজের এই আগামী স্মার্টফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গেও পেশ করা হতে পারে যাতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। ফোনটির সঠিক স্পেশিফিকেশনের জন্য গুগলের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here