বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে লঞ্চ হল গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল

স‍্যামসাং সর্বপ্রথম তাদের গ‍্যালাক্সি নোট 9 পেশ করে। এরপর বিশ্ববিখ্যাত অ্যাপেলের পক্ষ থেকে কোম্পানি গত সেপ্টেম্বরে আইফোন 10এস ও আইফোন 10এস ম‍্যাক্স লঞ্চ করে গোটা বিশ্বে এর সেল শুরু হ‌ওয়ার কথা ঘোষণা করে। এরপর বিশ্বের ইন্টারনেট রাজা ও সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মালিক গুগল কি করে পিছিয়ে থাকে? টেক জগত এতদিন পিক্সেল ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং আজ গুগল তাদের ফোন সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে। গত বছরের মত এবছরও কোম্পানি এক সঙ্গে দুটি মডেল পেশ করেছে। গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3 এক্স‌এল লঞ্চ করা হয়েছে। বড় ডিসপ্লে, নতুন ওএস ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে এতে আরও অনেক বিশেষ ফিচার আছে। গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এলের সম্পর্কে বিশদে জানতে পড়তে থাকুন।

ডিসপ্লে

গুগল পিক্সেল 3 তে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.5 ইঞ্চির ফুল এইচডি+ এইচডিআর ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। অপরদিকে পিক্সেল 3এক্স‌এলে 18.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2960 × 1440 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.3 ইঞ্চির কিউএইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতেও ডিসপ্লের প্রোটেকশনের জন্য কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12.2 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা অপটিক্যাল ও ইলেকট্রনিক স্টেবিলাইজেশন টেকনিক সাপোর্ট করে। সেলফির জন্য এতে কিছু বিশেষ ফিচার আছে। সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একটি সেন্সর 8 মেগাপিক্সেলের এবং এটি এফ/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে এবং অপরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। ক‍্যামেরা এইচডিআর+ সাপোর্ট করে। কোম্পানির কথা অনুযায়ী এই ফোনদুটি সাধারণ চোখের মত যে কোনো জিনিস দেখতে সক্ষম। এর সঙ্গে এতে এআই ইন্টিগ্ৰেশন পাওয়া যাবে।

র‍্যাম ও স্টোরেজ

প্রসেসরের দিক থেকে ফোনদুটি আপগ্ৰেডেড হয়ে গেলেও র‍্যাম ও রমের ব‍্যাপারে খুব একটা পার্থক্য দেখা যায়নি। গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। তবে স্টোরেজের ব‍্যাপারে 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। আগের ফোনগুলির মতোই এতেও মেমরি কার্ড সাপোর্ট করবে না।

প্রসেসর

গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল দুটি ফোন‌ই কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেটে রান করে। কোম্পানি এতে স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটের সঙ্গে 10 ন‍্যানো মিটারের অক্টাকোর (4 × 2.5 গিগাহার্টসের কোরিও 385 গোল্ড ও 4 × 1.6 গিগাহার্টসের কোরিও 385 সিলভার) প্রসেসর দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাহক জন্য এতে 630 জিপিইউ দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম

গুগলের সব ফোন সব সময় অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়। দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে লঞ্চ করা হয়েছে এবং এর সঙ্গে অ্যাডেপ্টিভ ব‍্যাটারী, অ্যাডেপ্টিভ ব্রাইটনেস অ্যাপ অ্যাকশন ও টেক্সট ক্লাসিফায়ারের মত অপশন পাওয়া যাবে। অ্যাডেপ্টিভ ব‍্যাটারী ফিচার নিজে সেন্স করে সেই সমস্ত অ্যাপকে বন্ধ করে দেবে যা অকারণে ব‍্যাটারী খরচ করে। অ্যাডেপ্টিভ ব্রাইটনেস আলোর উপস্থিতির ওপর নির্ভর করে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করে উন্নত এক্সপেরিয়েন্স উপভোগ করতে সাহায্য করে। অ্যান্ড্রয়েড 9 পাইতে মেশিন লার্নিং ফিচার আছে যা ইউজারের এক্সপেরিয়েন্স আরও ভালো করে তোলে। সময় ও প্রয়োজন বুঝে ফোনটি দরকারি অ্যাপগুলি হাইলাইট করে দেবে। এছাড়া টাস্ক কুইকার ও ডিসপ্লে কাট আউটের য়ত অপশন পাওয়া যাবে।

ব‍্যাটারী

দুটি ফোন মূলত স্ক্রিন ও ব‍্যাটারীর দিক থেকেই আলাদা। গুগল পিক্সেল 3 তে 2,915 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যাবে। অথচ গুগল পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাটারীটি 3,430 এম‌এএইচের। দুটি ফোনেই ওয়ারলেস চার্জিঙের সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বিশেষ ফিচার

গতবার গুগল পিক্সেল সিরিজের ফোনগুলি আইপি67 রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি আইপি68 সার্টিফিকেশন ব‍্যবহার করেছে। অর্থাৎ ফোনটি জল ও ধূলো থেকে কোনোরকম ক্ষতিগ্রস্ত হবে না এবং 1.5 মিটার গভীর জলে ফোনটি 30 মিনিট প‍র্যন্ত থাকতে পারবে। এছাড়া এতে ফ্রন্ট অডিও স্পীকার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা সেল প‍্যাকের মধ্যে হেডফোন পাওয়া যাবে। ফোনে ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

দাম ও সেল

লঞ্চের সঙ্গে কোম্পানি ফোনদুটির দাম ও সের সম্পর্কেও জানিয়েছে। ভারতে 11ই অক্টোবর থেকে গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলের প্রিঅর্ডার বুকিং চালু হয়ে যাবে। এবং আগামী পয়লা নভেম্বর থেকে ফোনদুটির সেল শুরু হবে। ভারতীয় বাজারে গুগল পিক্সেল 3 এর 64 জিবি ভেরিয়েন্টের দাম 71,000 টাকা। এবং পিক্সেল 3এক্স‌এলের 128 জিবি ভেরিয়েন্টের দাম 80,000 টাকা রাখা হয়েছে। অপরদিকে গুগল পিক্সেল 3এক্স‌এলের 64 জিবি ভেরিয়েন্টের জন্য 83,000 টাকা ও 128 জিবি ভেরিয়েন্টের জন্য 92,000 টাকা দাম দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here