9 অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল 3 ও পিক্সেল এক্স‌এল, এফসিসিতে হল লিস্টেড

গুগলের পরবর্তী পিক্সেল ডিভাইস সম্পর্কে অনেক দিন ধরে বিভিন্ন লিক সামনে আসছে। গুগল পিক্সেল 3এক্স‌এল চীনা বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে এবং পিক্সেল 3 এর রেন্ডার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে আগামী 9ই অক্টোবর গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল স্মার্টফোনের ওপর থেকে পর্দা।তুলবে এবং টেক জগতের সামনে পেশ করবে। গুগলের এই দুটি ডিভাইস এফসিসিতে লিস্টেড হয়েছে যেখানে ফোনের লঞ্চ ডেট‌ও জানানো হয়েছে।

গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল ইতিমধ্যে এফসিসিতে লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে একটি ফোন এ4আরজি103এ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং অপর ফোনটির মডেল নাম্বার এ4আরজি103সি বলা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনদুটিই গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল। টেক বিশেষজ্ঞদের মতে গত বছর লঞ্চ হ‌ওয়া গুগল পিক্সেল 2 এর মডেল নাম্বারের শেষে 011এ ছিল এবং পিক্সেল 2এক্স‌এলের মডেল নাম্বারের শেষ ডিজিট ছিল 011সি। অর্থাৎ “এ” ডিজিটের ফোনটি পিক্সেল ডিভাইস এবং “সি” ডিজিটের ফোনটি পিক্সেল এক্স‌এল ডিভাইস হবে।

পিক্সেল ডিভাইসের লিস্টিং আরও আকর্ষণীয় হ‌ওয়ার কারণ পিক্সেল ও পিক্সেল এক্স‌এল ডিভাইস এফসিসিতে ফার্স্ট জেনারেশন এইচটিসি কোম্পানি লিস্টেড করেছে। গত বছর পিক্সেল 2 ও পিক্সেল 2এক্স‌এল ডিভাইস এফসিসিতে এইচটিসি ও এলজি যৌথভাবে লিস্টেড করেছিল। কিন্তু এবার পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল স্বয়ং গুগল এফসিসিতে রোগ করেছে। মনে করা হচ্ছে স্বয়ং গুগল পিক্সেল ডিভাইসগুলি ডিজাইন করেছে।

গুগল পিক্সেল 3এক্স‌এলের ফোটো থেকে জানা গেছে ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং 1440+ পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। গুগল পিক্সেল 3এক্স‌এলের নচে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর বা 3ডি ফেস রেকগনেশন সেন্সর থাকতে পারে।

ফোটোয় দেখা গেছে ফোনটির ডানদিকের প‍্যানেলে ওপরদিকে পাওয়ার বাটন এবং তার নিচে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে গুগলের লোগো দেওয়া হয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here