6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II 

গতকাল টেক কোম্পানি ASUS ভারতে তাদের হাইএন্ড গেমিং স্মার্টফোনের পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ROG phone II লঞ্চ করেছে। ROG শব্দটির পুরো মানে হল Republic Of Gamers। ASUS এর এই নতুন ডিভাইস অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এবং এর সঙ্গেই এই ফোনটি ভারতে কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট এবং শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোনে পরিণত হয়েছে। কোম্পানি এই ফোনটি অনেকগুলি আকর্ষণীয় ফিচারের সঙ্গে পেশ করেছে যা মূলত গেমারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। 

4 জিবি র‍্যাম, 4,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 10,999 টাকা দামে লঞ্চ হল Lenovo K10 Plus

দাম ও সেল

ভারতে ASUS ROG phone II দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 37,999 টাকা এবং এক‌ই ভাবে ASUS ROG phone II এর 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 59,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আগামী 30 সেপ্টেম্বর থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা শুরু হবে। কিন্তু ASUS ROG phone II এর 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টের সেল সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। 

স্পেসিফিকেশন

ASUS ROG phone II ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্লাস চিপসেটে রান করে। স্ন‍্যাপড্রাগন 855+ এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়ালকমের সবচেয়ে নতুন এবং সবচেয়ে বেশি শক্তিশালী চিপসেট। এই চিপসেট চারটি ক্রিও গোল্ড এবং চারটি ক্রিও সিলভার কোর দিয়ে তৈরি যা জিপিইউ প্রসেসিংকে 15 শতাংশ বেশি বুস্ট করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 675 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অ্যাড্রিনো 640 জিপিইউ আছে। 

Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8

এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দেয়। ASUS ROG phone II তে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

ASUS ROG phone II তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচের দুর্দান্ত ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাটারী 30 ওয়াট ROG HyperCharge টেকনিক সাপোর্ট করে যা 3A কেবল দিয়ে চার্জ করা যায়। ASUS তাদের ROG phone II এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের বক্সে কোম্পানি 18 ওয়াট চার্জার পাওয়া যাবে তবে ফোনটির 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টের বক্সে 30 ওয়াট চার্জার আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here