Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace 

OPPO জানিয়ে দিয়েছে যে কোম্পানি আগামী মাসের 10 তারিখ তাদের “রেনো সিরিজ” এর ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এই সিরিজের নতুন স্মার্টফোন Reno Ace লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে OPPO Reno Ace ফোনটি 65W Super VOOC 2.0 টেকনিকযুক্ত হবে এবং এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা এই টেকনোলজি সাপোর্ট করবে। গত পরশু কোম্পানির পক্ষ থেকে OPPO Reno Ace এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে, এরপর গতকাল আমরা OPPO Reno Ace এর এক্সক্লুসিভ রেন্ডার ইমেজ‌ও পেয়ে গেছি। 

Xiaomi এর দীপাবলি সেল : মাত্র 1 টাকার বিনিময়ে কিনুন ফোন এবং কম দামে পাওয়া যাবে সুন্দর TV

আমরা OPPO Reno Ace ফোনটি লঞ্চের আগেই এর ফোটো পেয়ে গেছি। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া এই ছবিতে ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কেও ধারণা করা যায়। ফোটো থেকে জানা গেছে OPPO Reno Ace ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ডিসপ্লের দুই সাইড সম্পূর্ণ বেজল লেস হবে এবং নিচের দিকে খুব সামান্য চিন পার্ট দেওয়া হবে। ডিসপ্লের ওপর দিকে “ভি” শেপের নচ থাকবে। 

OPPO Reno Ace ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হবে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে দেওয়া হবে। চারটি ক‍্যামেরা সেন্সর এক‌ই লাইনে পরপর বসানো হবে এবং সবচেয়ে ওপরের সেন্সরের নিচে 48MP লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। OPPO Reno Ace এর নিচের দিকে OPPO এর ব্র‍্যান্ডিং এর সঙ্গেই “Designed for Reno” লেখা আছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেখা যাবে। 

8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

OPPO Reno Ace 

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ইমেজ থেকে জানা গেছে এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং OPPO Reno Ace এর ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। OPPO তাদের আগামী ফোনে এমোলেড ডিসপ্লে দেবে যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। OPPO Reno Ace এর এই টিজার ইমেজে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে। OPPO Reno Ace 48 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। জানিয়ে রাখি OPPO Reno Ace বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 65W Super VOOC 2.0 টেকনোলজি সাপোর্ট করবে।

স্পেসিফিকেশন

টেনার লিস্টিং অনুযায়ী OPPO Reno Ace 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেখা যেতে পারে। টেনার তথ্য অনুযায়ী এই স্মার্টফোন 12 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে যা 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। 

12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল Mi 9 Pro 5G

সঠিকভাবে জানা গেছে যে OPPO Reno Ace এ ফোটোগ্ৰাফির জন্য 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। অন‍্যদিকে টেনাতে বলা হয়েছে এই ফোনের অন‍্য তিনটি সেন্সর যথাক্রমে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের হবে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno Ace এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ফোনে 65W Super VOOC 2.0 টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here