লিক হলো Realme Narzo 50i স্মার্টফোনের লুক, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

আগামী 24 সেপ্টেম্বর রিয়েলমি ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানি ভারতে Narzo 50 সিরিজ, 32-ইঞ্চির smart TV Neo এবং Realme Band 2 ফিটনেস ট্র‍্যাকার লঞ্চ করবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে Realme Narzo 50A ও Realme Narzo 50i স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। পরবর্তী সময়ে কোম্পানির Narzo 50 और Narzo 50 Pro স্মার্টফোন লঞ্চ করার কথা আছে। এর আগে আমরা Narzo 50A ফোনটির রেন্ডার শেয়ার করেছিলাম যা থেকে ফোনটির ডিজাইন জানা গিয়েছিল। এবার আমরা Narzo 50i এর রেন্ডার পেশ করতে চলেছি যা দেখে আপনারা লঞ্চের আগেই ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা করতে পারবেন।

Realme Narzo 50i এর ডিজাইন

Realme Narzo 50i ফোনটির ব‍্যাক প‍্যানেলে একটি বড় রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই মডিউলের মধ্যে একটি ক‍্যামেরা সেন্সর এবং LED ফ্ল‍্যাশ আছে। এখানে ক‍্যামেরা সেন্সরের নিচে ফ্ল‍্যাশ অবস্থিত। এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্পীকার রয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন রয়েছে। এর নিচের প‍্যানেলে 3.5mm অডিও জ‍্যাক অবস্থিত। রেন্ডারে Narzo 50i ফোনটি হালকা সবুজ রঙের দেখা গেছে। তবে মনে করা হচ্ছে কোম্পানি ফোনটি একাধিক কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। Narzo 50i ফোনটি রিয়েলমি নারজো সিরিজের এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে অ্যাফোর্ডেবল দামে লঞ্চ করা হবে।

Realme Narzo 50i स्मार्टफोन ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আপাতত এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে ফোনটি MediaTek চিপসেট, HD+ ডিসপ্লে এবং Android 11 OS এর সঙ্গে লঞ্চ করা হবে। Realme Narzo 50i ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট Flipkart এর মাধ্যমে সেল করা হবে। এছাড়া রিয়েলমি পার্টনার স্টোর থেকেও ফোনটি বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here