ভারতে লঞ্চ হলো 520KM রেঞ্জের ইলেকট্রিক কার BYD e6, মাত্র আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে 50% চার্জ

চাইনিজ গাড়ির কোম্পানি BYD (Build Your Dream) ভারতে তাদের নতুন মাল্টি পারপাস ভেহিকেল (MPV) BYD e6 লঞ্চ করেছে। BYD এর এই গাড়ি ভারতে 29.6 লক্ষ টাকা (এক্স শোরুম) দামে পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই নতুন গাড়িটি এমপিপি প‍্যাসেঞ্জার ভেহিকেল হিসেবে বিক্রি করা হবে না, বরং ইন্ডিয়ান B2B সেগমেন্টের জন্য প্রযোজ্য। জানিয়ে রাখি BYD কোম্পানি ভারতে 2007 সাল থেকে ব‍্যাবসা করছে।

ভারতে BYD এর দুটি ফ‍্যাক্টরী আছে, যেখানে ইলেকট্রিক বাস ও ট্রাক, সোলার প‍্যানেল, ব‍্যাটারি এনার্জি স্টোরেজ ও অন‍্যান‍্য প্রোডাক্ট তৈরি করা হয়। BYD এর লেটেস্ট e6 MPV তে 71.7 kWh Blade Battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 520 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এই গাড়িতে 70kWh ইলেকট্রিক মোটর যোগ করা হয়েছে যার সর্বোচ্চ টর্ক 180 Nm এবং টপ স্পীড 130 কিলোমিটার।

BYD e6 এর ফিচার

BYD এর বক্তব্য অনুযায়ী নতুন e6 ইলেকট্রিক ভেহিকেল AC ও DC উভয় ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই গাড়ি 30 শতাংশ থেকে 80 শতাংশ চার্জ হয় মাত্র আধ ঘণ্টার মধ্যেই। BYD e6 ইলেকট্রিক কারে LED লাইট, LED টেল লাইট, ইলেকট্রিক অ্যাডজাস্টেবল ড্রাইভিং ও ফ্রন্ট প‍্যাসেঞ্জার সীট যোগ করা হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই ও ব্লুটুথ ফিচার আছে। এই গাড়িতে 10.1 ইঞ্চির টাচ স্ক্রিন সিস্টেম দেওয়া হয়েছে।

BYD e6 ইলেকট্রিক কারটি লম্বায় 4695mm, চ‌ওড়ায় 1810mm এবং উচ্চতায় 1670mm। এই গাড়িতে 580L বুট স্পেস পাওয়া যায়। এই গাড়ির হুইলবেস 2800mm। BYD e6 এ 17 ইঞ্চির অ্যালয় হুইল যোগ করা হয়েছে। সেফটি ফিচার হিসেবে লেটেস্ট উল্ল গাড়িটিতে 4টি এয়ারব‍্যাগ, রেয়ার ক‍্যামেরা, টিপিএস‌এম, ইএসপি, হিল অ্যাসিস্ট ও ইলেকট্রিক পার্কিং ব্রেকের মতো উল্লেখযোগ্য ফিচার আছে।

BYD e6 ইলেকট্রিক কারে তিন বছরের জন্য 1.25 লক্ষ KM ওয়ারেন্টি পাওয়া যায়। এছাড়াও ব‍্যাটারির ক্ষেত্রে 8 বছর বা 5 লক্ষ কিলোমিটার এবং মোটরের ক্ষেত্রে 8 বছর বা 1.5 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here