BSNL তাদের 29 টাকা ও 47 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করল, কমল ভ‍্যালিডিটি

এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও রিলায়েন্স জিওর পর এবার দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL বর্তমান টেলিকম সেক্টরে চলমান গোলযোগের মাঝখানে তাদের গ্ৰাহকদের একটি ঝটকা দিল। ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের দুটি লো বাজেট প্রিপেইড প্ল‍্যান রিভাইসড করেছে। এই প্ল‍্যানদুটি যথাক্রমে 29 টাকা ও 47 টাকা দামের।

আরও পড়ুন : কম দামে লঞ্চ হল Nokia 2.3, তবে কি ভারতে পিছিয়ে পড়বে শাওমি?

কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানদুটির ভ‍্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্ল‍্যানদুটির অফার বা বেনিফিটের কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া কোম্পানি তাদের 7 টাকা, 9 টাকা ও 192 টাকা দামের প্ল‍্যান কিছু সার্কেলে বন্ধ করে দিয়েছে।

BSNL হরিয়ানা ওয়েবসাইট এর লিস্টিং অনুযায়ী কোম্পানির 29 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 7 দিন থেকে কমিয়ে 5 দিন করে দেওয়া হয়েছে। এই প্ল‍্যানে আগের মতোই ইউজারদের আনলিমিটেড ভয়েস কল, 1 জিবি ডেটা ও 300 এস‌এম‌এস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : 20 ডিসেম্বরের আগেই লঞ্চ হবে Realme XT 730G, দাম হবে 17,000 টাকার কাছাকাছি

এক‌ইভাবে কোম্পানির 47 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে এখন 7 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। কিন্তু আগে কোম্পানির পক্ষ এই প্ল‍্যানে 9 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হত। তবে বেনিফিটের দিক থেকে প্ল‍্যানটি আগের মতোই আছে। এই প্ল‍্যানে আনলিমিটেড কল (প্রতিদিন 250 মিনিট) এবং 1 জিবি ডেটা পাওয়া যায়।

অন‍্যদিকে একটি রিপোর্ট অনুযায়ী BSNL তাদের 7 টাকা, 9 টাকা এবং 192 টাকার প্রিপেইড প্ল‍্যানটি বন্ধ করে দিয়েছে। কোম্পানি তাদের 7 টাকা দামের প্ল‍্যানে এক দিনের জন্য 1 জিবি ডেটা দিত। এক‌ইভাবে 9 টাকার প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 100 এস‌এম‌এস পাওয়া যেত। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও এক দিন ছিল। 192 টাকার প্ল‍্যানে ফ্রি রিংব‍্যাক টোন দেওয়া হত। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here