মাত্র 99 টাকা দামে শুরু BSNL-এর 5টি বেস্ট রিচার্জ প্ল্যান, দেখে নিন তালিকা

BSNL একটি সরকারি টেলিকম কোম্পানি হওয়া সত্বেও গত কয়েক মাস ধরে নিজের অসাধারণ প্রিপেইড প্ল্যানের (BSNL Prepaid Plan) মাধ্যমে প্রাইভেট কোম্পানি গুলির সাথে টক্কর দিচ্ছে। একদিকে যখন Jio, Airtel এবং Vodafone Idea-এর মত কোম্পানি গুলি নিজের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে, অন্যদিকে BSNL নিজের ইউজারদের (BSNL Users) সস্তায় প্রিপেড প্ল্যান প্রদান করেছে। এই গুলি দেখে আজকে আমরা BSNL-এর (BSNL PLANs/STVs) 5টি বেস্ট রিচার্জ প্ল্যানের সম্পর্কে, এই প্ল‍্যান গুলিতে আনলিমিটেড কলিঙের (BSNL Unlimited Calling Plan) সুবিধা পাওয়া যায়। এই লিস্টের কিছু প্ল্যানে ডেটাও পাওয়া যাবে। এই আর্টিকেলের মাধ্যমে এই প্ল্যান গুলির সমন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL 5 Best Recharge

  1. BSNL STV 99
  2. BSNL STV 118
  3. BSNL STV 319
  4. BSNL PV 999
  5. BSNL PV 1499

BSNL-এর 99 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর এটি একটি স্পেশাল ট‍্যারিফ ভাউচার, এই প্ল‍্যান‌টির দাম 99 টাকা। এই প্ল্যানে গ্রাহক কোনরকম ডেটা বা এসএমএসের সুবিধা পাবে না। কিন্তু এই প্ল‍্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধা উপলব্ধ। এই প্রিপেইড প্ল্যানে ইউজাররা ফ্রী PRBT সার্ভিস পাবে, যার মাধ্যমে ইউজার নিজের পছন্দ মত কলার টিউন সেট করতে পারবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 18 দিন।

BSNL-এর 118 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর এই প্ল্যানটির দাম 108 টাকা এবং এটিও একটি স্পেশাল টেরিফ ভাউচার। এই প্ল্যানটির ভ‍্যালিডিটি 20 দিন, এছাড়াও ডেলি 0.5GB ডেটা, আনলিমিটেড কল এবং ফ্রি PRBT সার্ভিস পাওয়া যায়। ডেলি ডেটা শেষ হওয়ার পর ইউজারের ইন্টারনেট স্পীড কমে 40Kbps হয়ে যায়। কিন্তু এই প্ল্যানে এসএমএসের সুবিধা পাওয়া যাবে না।

BSNL-এর 319 টাকার রিচার্জ প্ল্যান

STV 319 টাকার রিচার্জের কথা বলা হলে, এই প্ল‍্যানে ইউজার 10GB ডেটা, টোটাল 300 টি এসএমএস এবং আনলিমিটেড কলিঙের সুবিধা উপভোগ করতে পারবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 65 দিন।

BSNL-এর 999 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 999 টাকার রিচার্জে 200 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিঙের সুবিধা প্রদান করা হয়। এর সাথেই 60 দিনের ফ্রি PRBT সার্ভিস‌ও উপলব্ধ এই প্ল‍্যানে। কিন্তু এই প্ল্যানে ডেটা এবং এসএমএসের কোনো সুবিধা পাওয়া যাবে না।

BSNL-এর 1499 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 1499 টাকার প্ল্যানে 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই ভ‍্যালিডিটির মধ্যে গ্রাহক মোট 24 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবে। এর সাথে এই প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ডেলি 100 টি এসএমএসের সুবিধা প্রদান করা হয়।

নোট: এই সমস্ত প্ল্যান গুলি বিএসএনএল কর্ণাটক সার্কেলের জন্য। কিন্তু যদি আপনি অন্য রাজ্যের বিএসএনএল ইউজার হয়ে থাকেন তাহলে কোম্পানির সাইটে অথবা BSNL কাস্টমার কেয়ারে কল করে চেক করতে পারেন, যে আপনার রাজ্যে এই প্ল্যান গুলি উপলব্ধ কিনা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here