12GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে Black Shark 4 Pro, লিস্টেড হল গুগলে

গেমারদের কাছে অত‍্যন্ত জনপ্রিয় কোম্পানি Black Shark শীঘ্রই তাদের গেমিং ফোন সিরিজকে আরও অ্যাডভান্স করে Black Shark 4 Pro লঞ্চ করতে চলেছে। এবার এই ফোনটি গুগল প্লে কনসোলে ‘penrose’ নামে স্পট করা হয়েছে। এছাড়াও কিছু দিন আগে গুগল প্লে কনসোলে আরেকটি স্মার্টফোন ‘kaiser’ কোডনেম ও KSR-AO মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে এই ‘kaiser’ কোডনেমের ফোনটি Black Shark 4 হবে।

আরও পড়ুন: Samsung আনছে কম দামের সস্তা স্মার্টফোন Galaxy A12, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

Black Shark 4 Pro

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী এই ফোনে স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট থাকবে। এই এক‌ই চিপসেট কোম্পানির এর আগের ফোনেও দেখা গিয়েছে। লিস্টিং অনুযায়ী Black Shark 4 Pro তে 12 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকবে। আরও জানা গেছে সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে মাঝ বরাবর পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। এছাড়া লিস্টিং থেকে ফোনটির সাইজ বা অন্য কোনো বিষয়ে জানা যায়নি। লিস্টিঙে বলা হয়েছে Black Shark 4 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিও এবং 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে।

লিস্টিং থেকে পাওয়া ছবি থেকে জানা গেছে Black Shark 4 Pro তে বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে গেমিং মোড ট্রিগার করার জন্য একটি অতিরিক্ত বাটনের সুবিধা থাকবে। আশা করা হচ্ছে আগামী দিনে এই ফোনটির বিষয়ে আরও নতুন তথ্য জানা যাবে। শীঘ্রই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও জানার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: জেনে নিন কেমন হবে রিয়েলমির আগামী শক্তিশালী ফ্ল‍্যাগশিপ Realme Race এর ডিজাইন

Black Shark 4 

কয়েক দিন আগে অনলাইনে Black Shark 4 ফোনটি সম্পর্কে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছিল এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি ব্র‍্যান্ডের প্রথম 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 15 মিনিটের‌ও কম সময়ে ফুল চার্জ করা যাবে। Black Shark 4 Pro এর মতোই এই ফোনটির ব‍্যাপারেও আরও জানতে ভবিষ্যতের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here