5,000 এম‌এএইচ ব‍্যাটারী, শক্তিশালী প্রসেসর ও নচ স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

এবছর এপ্রিল মাসে আসুস ভারতীয় মোবাইল মার্কেটে জেনফোন ম‍্যাক্স প্রো এম1 লঞ্চ করে। এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এবং এখনও পর্যন্ত নিজের জায়গা ধরে রেখেছে। এখন বছরের শেষে কোম্পানি ফোনটির আপগ্ৰেডেড ভার্সন পেশ করে। আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 লঞ্চ করে যা এর আগের ফোনটির থেকে যথেষ্ট অ্যাডভান্স। ভারতীয় বাজারে আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর প্রাথমিক দাম 12,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 18 ডিসেম্বর থেকে অনলাইন স্টোয ফ্লিপকার্টে সেল করা হবে। লঞ্চের সঙ্গে কোম্পানি কিছু অফার সম্পর্কেও ঘোষণা করেছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর স্পেসিফিকেশন
আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি যার কোয়ালিটি যথেষ্ট উন্নত। ফোনটির ব‍্যাক প‍্যানেল একটু কার্ভ যা ভালো অনুভব করায়। আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1 এ শুধুমাত্র বেজল লেস ডিসপ্লে ছিল। কোম্পানি জেনফোন ম‍্যাক্স প্রো এম2 তে নচ ডিসপ্লের ব‍্যবহার করেছে। স্ক্রিনের ওপরে দেওয়া নচে সেলফি ক‍্যামেরার সঙ্গে অন‍্যান‍্য সেন্সর দেওয়া হয়েছে। আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 তে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে।এই ফোনটি ফুল এইচডি+ (2280 × 1080) রেজলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.1 শতাংশ। স্ক্রিনের প্রোটেকশন সম্পর্কে কিছু বলা হয়নি।

9,999 টাকা দামে লঞ্চ হল নচ স্ক্রিন ও শক্তিশালী ব‍্যাটারীযুক্ত আসুস জেনফোন ম‍্যাক্স এম2, রেডমি 6 প্রোর সঙ্গে প্রতিযোগিতায় এই ফোন

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এই বাজেটে এখন একমাত্র রিয়েলমি 2 প্রোতে এই চিপসেট আছে। মিড রেঞ্জের এই চিপসেট উন্নত প্রসেসিঙের জন্য পরিচিত। এতে অক্টাকোর (4 × 2.2 গিগাহার্টস ক্রিও 260 গোল্ড + 4 ×1.8 গিগাহার্টস ক্রিও 260 সিলভার) প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি, 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের। এতে পিডিএএফ আছে যা ফাস্ট ফোকাসের জন্য সুপরিচিত। কোম্পানির দাবি অনুযায়ী এর বড় অ্যাপার্চার লো লাইটেও উন্নত ফোটোগ্ৰাফি করতে পারে। দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। এই ডেপ্থ সেন্সিঙের সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারের সঙ্গে 1.12 মাইক্রন পিক্সেল সাপোর্ট করে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে এআই টেকনিক সাপোর্ট করে যা ফোটো এনহ‍্যান্স করতে সাহায্য করে।

ভিভো লঞ্চ করল অত্যন্ত সস্তা নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে

ডুয়েল সিম‌ওয়ালা আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 তে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এতে ফেস আনলক ফিচার‌ও যোগ করেছে। ডেটা ও কানেক্টিভিটির জন্য এতে 3জি ও 4জি ভোএলটিই ছাড়াও ওয়াইফাই ও ব্লুটুথ আছে। ফোনটি মাইক্রো ইউএসবি 2.0 সাপোর্ট করে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওসহ লঞ্চ করা হয়েছে। তবে কোম্পানি এতে স্টক অ্যান্ড্রয়েড অর্থাৎ পিওর অ্যান্ড্রয়েড দিয়েছে। কোম্পানি খুব তাড়াতাড়ি এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট দেবে।

শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট না থাকলেও কোম্পানি 2 অ্যাম্পিয়ার 5 ভোল্টের চার্জার দিয়েছে যা একে খুব তাড়াতাড়ি চার্জ করে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর দাম ও অফার
ভারতে আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 3 জিবি র‍্যাম ও 32 মেমরি মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি মডেলের দাম 14,999 টাকা ও 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এর সঙ্গে কোম্পানি100 জিবির গুগল ড্রাইভ স্টোরেজ বিনামূল্যে দিচ্ছে। ফোনটি নো কস্ট ইএম‌আইতেও কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here