9,999 টাকা দামে লঞ্চ হল নচ স্ক্রিন ও শক্তিশালী ব‍্যাটারীযুক্ত আসুস জেনফোন ম‍্যাক্স এম2, রেডমি 6 প্রোর সঙ্গে প্রতিযোগিতায় এই ফোন

আগেই জানা গেছিল কোম্পানি 11 ডিসেম্বর আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 লঞ্চ করবে। কিন্তু কোম্পানি লঞ্চের সময় ফ‍্যানদের সারপ্রাইজ দিয়ে এক‌ই সঙ্গে আরও একটি স্মার্টফোন লঞ্চ করেছে। আসুস জেনাফোন ম‍্যাক্স এম2 লঞ্চ করেছে। এই ফোন প্রো ভেরিয়েন্টের‌ই ছোট ভেরিয়েন্ট। স্ক্রিন সাইজ এক হলেও র‍্যাম ও প্রসেসর আলাদা। ভারতে জেনফোন ম‍্যাক্স এম2 এর প্রাথমিক দাম 9,999 টাকা ও আগামী 20 ডিসেম্বর থেকে ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আসুস জেনফোন ম‍্যাক্স এম2 এর স্পেসিফিকেশন
আসুস জেনফোন ম‍্যাক্স এম2 ফোনটিও কোম্পানি নচ স্ক্রিনের সঙ্গে পেশ করেছে। এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির এইচডি+ (1520 × 720) ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের বডি পলি কার্বনেট দিয়ে তৈরি তবুও এটি মেটালের মতো অনুভব করায়। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলের নচে সেলফি ক‍্যামেরা আছে।

এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে এবং এতে অক্টাকোর 4 × 1.8 গিগাহার্টস ক্রিও 250 গোল্ড ও 4 × 1.8 গিগাহার্টস ক্রিও 250 সিলভার) প্রসেসর দেওয়া হয়েছে। সর্বপ্রথম অনার 8সিতে এই প্রসেসর দেওয়া হয়েছির এবং এই ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য জেনফোন ম‍্যাক্স এম2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এতে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দিয়েছে। প্রাইমারি সেন্সর এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। সেকেন্ডারি সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারের যা ডেপ্থ সেন্সিঙের কাজ করে। ফোনটি ইআইএস অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে।

সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আসুস জেনফোন ম‍্যাক্স এম2 এর দাম
ভারতে আসুস জেনফোন ম‍্যাক্স এম2 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

প্রায় কাছাকাছি দামে শাওমি রেডমি 6 প্রো ফোনটি পাওয়া যায় তবে স্পেসিফিকেশন ও ডিজাইনের তুলনা করলে আসুস জেনফোন ম‍্যাক্স এম2 যথেষ্ট অ্যাডভান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here