বিশ্বের প্রথম 18 জিবির স্মার্টফোন 10 মার্চ লঞ্চ হতে চলেছে, 6,000 এম‌এএইচ এর ব‍্যাটারি ও থাকবে সাথে

ASUS জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 10 মার্চ নিজের টেকনিক এর প্রদর্শন করে ‘আর‌ওজি’ সিরিজের বিস্তার করবে আর এই দিন‌ই ASUD ROG Phone 5 স্মার্টফোন লঞ্চ করবে। ROG মানে Republic of Gamers, এই সেগ্মেন্টের ফোনগুলি বিশেষত মোবাইল গেমিং এর ডিজাইন করা হয় যার মধ্যে পাওয়ার ফুল স্পেসিফিকেশন্স‌ও থাকে। বিগত কিছু দিনে বিভিন্ন গোপন তথ্য সূএ থেকে ফোনটির অনেক স্পেসিফিকেশন্স দেখা গেছে, এখন নতুন লিস্টিং থেকে জানা যাচ্ছে ASUS ROG Phone 5 বিশ্বের প্রথম স্মার্টফোন যা 18 জিবি র‍্যাম মেমরি এর সাথে লঞ্চ হবে।

আরও পড়ুন: 4 মার্চে আসতে চলেছে Xiaomi এর Redmi Note 10 সিরিজ, লঞ্চের আগে জেনে নিন এর বিশেষ ফিচার্স গুলো

ASUS ROG Phone 5 এর লঞ্চের আগেই এই ফোনের বড়ো ডিটেইলস টি সামনে এসেছে। এই ফোনের নতুন র‍্যাম ভেরিয়েন্ট 18GB RAM সাপোর্ট করবে। এখনো পর্যন্ত আসুস আর‌ওজি ফোন 5 এর 16 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেখা গিয়েছিল সেখানে এখন 18 জিবি র‍্যাম মডেল হাইলাইট হচ্ছে। যদি আসুস এই ফোনের দুটি মডেলের গ্লোবাল লঞ্চ করে তাহলে ASUS ROG Phone 5 দুনিয়ার প্রথম 18 জিবি র‍্যাম মেমরি ফোন হবে।

আসুস আর‌ওজি ফোন 5 এর এই গুরুত্বপূর্ণ ডিটেইলস গীকবেঞ্চ থেকে জানা গেছে। চিনি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ASUS ROG Phone 5 এ নতুন মডেল সার্টিফাইড হয়েছে যার মধ্যে 18 জিবি র‍্যাম দেওয়ার কথা উল্লেখ করা আছে। এই লিস্টিং গত কাল অর্থাৎ 1 মার্চের যেখানে ফোনটিকে ASUS_I005DB মডেল নাম্বারের সাথে লিস্ট করা হয়েছে। র‍্যাম মেমরি ছাড়া এই মডেলে আর‌ও অনেক স্পেসিফিকেশন্স আছে যা ওয়েবসাইটে উল্লেখ করা আছে এবং এর থেকে অনুমান করা যাচ্ছে ফোনটি কত শক্তিশালী হবে।

আরও পড়ুন: স‍্যামসাং আনছে অত‍্যন্ত সস্তা Samsung Galaxy E02 স্মার্টফোন, ভারতীয় সাইটে হল লিস্টেড

গীকবেঞ্চ লিস্টিঙে ASUS ROG Phone 5 কে লেটেস্ট এন্ড্রয়েড 11 ওএহ এর সাথে দেখা গেছে। এর‌ পাশাপাশি ফোনে 1.80 গীগাহার্টজ এর বেস স্পিডের অক্টাকোর প্রসেসর দেওয়ার কথা বলা হয়েছে এবং মাডারবোর্ড সেক্সনে স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের কোডনেম লেখা আছে। আর‌ওজি ফোন 5 এর সিঙ্গেল কোর 1113 আর মাল্টি কোর 3468 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

গোপন তথ্য অনুযায়ী ফোনের ডায়মেন্শান 172.834 x 77.252 x 10.29 এম‌এম আর এটি 6.78 ইঞ্চির বড়ো ডিসপ্লের সাথে লঞ্চ করা হবে।ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক‍্যামেরা দেওয়ার কথা বলা হয়েছে যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখা যাবে।পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আগামী আর‌ওজি ফোন 5 এ 6,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারি দেওয়া হবে যা 65 ওয়াট রেপিড চার্জ টেকনিক যুক্ত থাকবে। আপাতত ফোনের পুরো স্পেসিফিকেশন্সের জন্য 10 মার্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here