অত‍্যন্ত স্টাইলিশ ডিজাইনের সঙ্গে লঞ্চ হল অ্যাপেল ওয়াচ সিরিজ 4, জেনে নিন এই দুর্দান্ত স্মার্ট‌ওয়াচের ফিচার

অ্যাপেল প্রতি বছর তাদের নতুন আইফোন লঞ্চ করে থাকে এবং এবছরও কোম্পানি তাদের ফোনের লঞ্চ ডেট আগে থেকে ঘোষণা করে রেখেছিল। আমেরিকার কুপার্টিনোয় একটি বড় ইভেন্টের মাধ্যমে কোম্পানি ফোনগুলি লঞ্চ করার কথা ছিল এবং একই সঙ্গে অ্যাপেলের স্মার্ট‌ওয়াচ‌ও লঞ্চ করার কথা ছিল। আজ এই ইভেন্টের শুরু থেকেই সমগ্র বিশ্বের টেক বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বসে পড়ে এবং এর সূচনা হয় অ্যাপেল সিরিজ 4 স্মার্ট‌ওয়াচ লঞ্চের মাধ্যমে। নতুন অ্যাপেল ওয়াচ অনেক বিশেষ ফিচারযুক্ত এবং আগের চেয়ে অনেক বেশি স্মার্ট।

নতুন অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এ কোম্পানি নতুন 64 বিটযুক্ত ডুয়েল কোর এস4 প্রসেসর যোগ করেছে। ডায়াল আগের চেয়ে 35 শতাংশ বাড়ানো হয়েছে সেই তুলনায় ওয়াচের ফ্রেমে বেজল অত‍্যন্ত কম। তাই বড়।ডিসপ্লে থাকা সত্ত্বেও যথেষ্ট কম্প‍্যাক্ট দেখায়।

কোম্পানি এতে 8টি কাস্টম থীম দিয়েছে যা যে কোনো স্টাইলের সঙ্গে মানানসই। সবচেয়ে বড় কথা কোম্পানি ইউআইতে যথেষ্ট পরিবর্তন এনেছে। এই ডিভাই অ্যাপেলের ওয়াচ ওএস 5 এ কাজ করে যেখানে কন্ট‍্যাক্টের ফেসে ক্লিক করে কল করা যাবে।

এই ওয়াচে কল ও ম‍্যাসেজের সঙ্গে স্টক ও মার্কেট শেয়ার আপডেটসহ আরও অনেক পরিষেবা উপভোগ করা যাবে।

এই ওয়াচ পড়ে থাকা অবস্থায় কেউ যদি পড়ে যান তাহলে পড়ার আগেই ওয়াচ তাকে এলার্ট করে দেবে। এক‌ই সঙ্গে এমারজেন্সি নাম্বারে কল করে দেবে।

অপ্টিকাল হার্ট সেন্সর দেওয়া হয়েছে‌। হার্ট রেট অস্বাভাবিক দেখলে স্মার্ট‌ওয়াচ‌ নিকট আত্মীয়দের জানিয়ে দেবে।

অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এ কোম্পানি বিশেষ হেল্থ অ্যাপ যোগ করেছে যার সাহায্যে কোনো হসপিটালের মত এই ওয়াচ দিয়েই ইসিজি করা যাবে।

কোম্পানি ওয়াচ সিরিজ 4 তিনটি মডেলে পেশ করেছে। জিপিএস মডেলের দাম 399 ইউএস ডলার। অপরদিকে এলটিই মডেলের দাম 499 ইউএস ডলার রাখা হয়েছে। 21শে সেপ্টেম্বর থেকে এই ওয়াচ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here