25 বছরের যুবকের খুলিতে ফ্র‍্যাকচার, Apple Watch এর Fall Detection ফিচারের দৌলতে এমারজেন্সি হেল্প

অ্যাপেল ওয়াচ স্টাইলিশ হ‌ওয়ার পাশাপাশি যথেষ্ট কাজের জিনিস। এই স্মার্ট ওয়াচের বিভিন্ন ফিচার যেমন দৈনন্দিন জীবনের কাজে লাগে আবার তেমনই কিছু ফিচার আপতকালীন পরিস্থিতিতে যথেষ্ট সহায়ক হয়ে ওঠে। এর আগে অনেকবার শোনা গেছে অ্যাপেল ওয়াচ পড়ে থাকা ব‍্যাক্তি বিপদের মুখে পড়েও এই ওয়াচের ফল ডিটেকশন ফিচারের দৌলতে বেঁচে গেছেন। আবারও এমন একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে অ্যাপেল ওয়াচের ফল ডিটেকশন ফিচারের কার্যকারিতার গুণে এক 25 বছরের যুবক প্রাণে বেঁচে গেছে।

Xiaomi প্রেমীদের জন্য দুঃসংবাদ, ডিসকন্টিনিউ করা হল Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর এই ভেরিয়েন্ট

কি ঘটেছে?

নিউইয়র্কে অ্যাপেল ওয়াচের কারণে এক ব‍্যাক্তির প্রাণ রক্ষার কথা শোনা গেছে। আমাদের পাওয়া খবর অনুযায়ী 25 বছর বয়সী ব্র‍্যান্ডন শ্নাইডার বিগত বেশ কিছু দিন ধরে পেটে ব‍্যাথায় কাতর ছিল এবং এর চিকিৎসার জন‍্য‌ই সে তাঁর বাবার সঙ্গে হসপিটালে যায়। হাসপাতালে বসে থাকার সময় তাঁর ওয়াশরুমে যাওয়ার দরকার হলে সে একাই সীট ছেড়ে উঠে চলে যায়। এখান থেকেই ঘটনার সূত্রপাত, যেখানে ব্র‍্যান্ডন অজ্ঞান হয়ে ওয়াশরুমের মেঝেতে পড়ে যায়।

ওয়াশরুমেও একাই ছিল। ফলে তাঁর পড়ে যাওয়ার কথা কেউ ঘুণাক্ষরেও টের পায় না এবং ব্র‍্যান্ডন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিন্তু যে মুহূর্তে সে পড়ে যায় তাঁর হাতের অ্যাপেল ওয়াচের ফল ডিটেকশন ফিচার তৎক্ষণাৎ বুঝে যায় ব্র‍্যান্ডন বিপদের মধ্যে পড়েছে এবং তাঁর পড়ে যাওয়াটা যথেষ্ট অস্বাভাবিক। এর প্রতিক্রিয়ায় অ্যাপেল ওয়াচ ব্র‍্যান্ডনের বাবাকে SOS ম‍্যাসেজ পাঠিয়ে দেয়। ম‍্যাসেজ পেয়ে উদ্বিগ্ন ব্র‍্যান্ডনের পিতা তাঁর ফোনে কল করলে কোনো উত্তর পাওয়া যায় না। এরপর হাসপাতালের কর্মচারীদের সহায়তা নিয়ে খোঁজ শুরু করলে ওয়াশরুমের মেঝেতে ব্র‍্যান্ডনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দ্রুত গতি আর এই বিশেষ টেকনোলজির সাথে ইন্ডিয়াতে আসছে Ola Electric Scooter, জানুন এর অসাধারণ বৈশিষ্ট্য

খুলিতে ফ্র‍্যাকচার

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অজ্ঞান ব্র‍্যান্ডনকে তুলে নিয়ে গিয়ে সিটি স্ক‍্যান করলে জানা যায় তাঁর খুলিতে ফ্র‍্যাকচার হয়েছে এবং মস্তিষ্কের মধ্যে শিরা থেকে রক্ত বেরিয়ে বাইরে জমে গেছে। অত‍্যন্ত ত‍ৎপরতার সঙ্গে ব্র‍্যান্ডনের অপারেশন করা হয় এবং সে প্রাণে বেঁচে যায়। এত বড় বিপদ কাটিয়ে উঠে এবং সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার শ্রেয় অ্যাপেল ওয়াচকেই দেওয়া হচ্ছে। কারণ শুধুমাত্র ওয়াচের ফল ডিটেকশন ফিচারের দৌলতেই তাকে সময় মতো খুঁজে পাওয়া গেছে এবং তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

25 বছর বয়সী ব্র‍্যান্ডন শ্নাইডার জানিয়েছেন তিনি কয়েক দিন আগেই এই ফল ডিটেকশন ফিচার অন করেছেন এবং এই যাত্রায় এই ফিচারের সহায়তায় তাঁর প্রাণ বাঁচানো গেছে। তিনি প্রত‍্যেক অ্যাপেল ওয়াচ ইউজারদের এই এমারজেন্সি অ্যালার্ট ফিচার ব‍্যবহারের পরামর্শ দিয়েছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here