64MP Back এবং 16MP Selfie ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Vivo Y200 5G ফোন, পাওয়া যাবে 16GB RAM এর ক্ষমতা

Highlights

  • Extended RAM 3.0 তাকনলজির মাধ্যমে এতে 16GB RAM এর ক্ষমতা রয়েছে।
  • ফোনটিতে 8GB physical RAM এবং 8GB virtual RAM দেওয়া হয়েছে।
  • প্রাথমিক সেলে Vivo Y200 5G এর দামে 2,500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

ভিভো অবশেষে ভারতে তাদের নতুন 5জি স্মার্টফোন হিসাবে Vivo Y200 5G লঞ্চ করেছে। ভারতের বাজারে লঞ্চের আগেই আমরা এই ফোনের বিভিন্ন তথ্য সম্পর্কে জানিয়েছিলাম। ফোনটির দাম, ফিচ্র এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে ইস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 8GB RAM সহ Realme Narzo N53, মাত্র 9999 টাকায় বিক্রি করছে কোম্পানি

Vivo Y200 5G এর দাম

ভারতে Vivo Y200 5G ফোনটি মাত্র 21,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাইমারি সেলে কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 2,500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে, ফলে ফোনটি মাত্র 19,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই অফার পাওয়ার জন্য ইউজারদের SBI, IndusInd, IDFC First, Yes Bank, BOB, DBS, Federal Bank, AU Small Finance Bank এবং One Card এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি এই ফোনটি আমাজন ও ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। ফোনটি Desert Gold এবং Jungle Green কালারে কেনা যাবে।

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Vivo Y200 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
  • RAM: এই ফোনে 8GB virtual RAM দেওয়া হয়েছে। ফলে ফোনের 8GB physical RAM র সঙ্গে এতে মোট 16GB RAM উপভোগ করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Smart Aura Light সহ ওআইএস সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here