ভারতে আসছে সস্তা স্মার্টফোন POCO C65, লঞ্চের আগেই সামনে এল ফটো, পাওয়া যাবে 50MP ক্যামেরা

গত্মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল POCO C65। 50MP Camera এবং MediaTek Helio G85 প্রসেসর সহ এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই আমরা POCO C65 ফোনের এক্সক্লুসিভ ফটো পেয়েছি, যার ফলে ফোনের রেয়ার লুক ও ডিজাইনের সঙ্গে সঙ্গে ফোনের Purple কালার মডেল পর্যন্ত দেখা গেছে।

POCO C65 এর ছবি এবং এক্সক্লুসিভ ডিটেইলস

  • আমরা POCO C65 এর মার্কেটিং ম্যাটেরিয়াল পেয়েছি যেখানে ফোনের ব্যাক প্যানেল দেখানো হয়েছে।
  • ছবিতে POCO C65 ফোনটি Purple কালারে এবং একই কালারের ড্রেস পড়া মডেলের হাতে দেখা গেছে।
  • এখানে ফোনের ব্যাক প্যানেল এবং এতে দুটি বড় রিং সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে।
  • ক্যামেরা সেটআপের পাশে এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং 50MP লেন্স লেখা আছে।
  • ফোনের ব্যাক প্যানেলে ওপরের দিকেই পোকোর ব্র্যান্ডিং রয়েছে।
  • ছবিতে ফোনের ব্যাক প্যানেল ফ্ল্যাট এবং রাউন্ড শেপের এজ দেখা গেছে।

POCO C65 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO C65 ফোনে 6.74 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600×720 পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 600 নিটস ব্রাইটনেস এবং ওয়াটার ড্রপ নচ সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। এছাড়া এতে virtual RAM ফিচার ব্যাবহার করে RAM বাড়ানোর সুবিধা আছে এবং ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 18 ওয়াট ফফাস্ত চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসির মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • OS: POCO C65 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এমআইইউআই 14 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here