Home খবর মাসিক 330 টাকার কিস্তিতে কিনে নিন 5,000mAh ব‍্যাটারি সহ 4 ক‍্যামেরা‌র রিয়েলমি ফোন, জেনে নিন অফার

মাসিক 330 টাকার কিস্তিতে কিনে নিন 5,000mAh ব‍্যাটারি সহ 4 ক‍্যামেরা‌র রিয়েলমি ফোন, জেনে নিন অফার

ভারতীয় স্মার্টফোন মার্কেটে কোম্পানির গুলির মধ্যে কড়া প্রতিযোগিতা চলছে। এমতাবস্থায় গ্রাহকদের নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কম দামে অসাধারণ ফিচারের মোবাইল ফোন লঞ্চ করতে থাকে কোম্পানি গুলি। আপনি যদি দশ হাজার টাকার কম বাজেটে নিজের জন্য একটি স্মার্টফোনের খোঁজ করে থাকেন, তাহলে Realme C21Y ফোনটি আপনার জন্য একটি দারুন অপশন। Realme C21Y স্মার্টফোনে 5000mAh ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। রিয়েলমির এই বাজেট স্মার্টফোনটিকে Unisoc প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে Realme C21Y স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলে বলা হয়েছে।

Realme C21Y-এর দাম এবং অফার

Realme C21Y স্মার্টফোনটিকে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফলাইন ও অনলাইন স্টোরে 9499 টাকা প্রারম্ভিক দামে কেনি যাবে। রিয়েলমির এই ফোনটির সাথে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে অ্যাডিশনাল ডিসকাউন্ট‌ও পাওয়া যেতে পারে। এর সাথে ফ্লিপকার্টে এই স্মার্টফোনটিকে মাত্র 330 টাকার প্রতিমাসের EMI এও কেনা যাবে।

Realme C21Y স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির প্রথম ভেরিয়েন্টটিকে 3GB RAM এবং 32GB স্টোরেজের সাথে 9499 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 4GB RAM এবং 64GB স্টোরেজের সাথে 10599 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে রিয়েলমির এই স্মার্টফোনটিকে – ব্ল‍্যাক এবং ব্লু এই দুইটি কালার অপশনে পেশ করা হয়েছে।

Realme C21Y-এর স্পেসিফিকেশন

Realme C21Y স্মার্টফোনে 6.5- ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লে‌তে সেলফি ক্যামেরার জন্য নচ দেওয়া হয়েছে। এর সাথে রিয়েলমির এই ফোনের ব্যাক প্যানেল পলিকার্বোনেট দিয়ে তৈরি, রেয়ার প‍্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে। Realme C21Y স্মার্টফোন UNISOC T610 SoC দেওয়া হয়েছে, এর সাথে ফোনটি Mali-G52 GPU সাপোর্ট করে। এর সাথে ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট‌ও দেওয়া হয়েছে।

Realme C21Y স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 13MP, এর সাথে 2MP-এর ম‍্যাক্রো এবং 2MP-এর ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট লেন্স দেওয়া হয়েছে। রিয়েলমির এই ফোনে 5MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমির এই বাজেট ফোনটি 5,000mAh-এর ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রিয়েলমির এই ফোনটির রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। রিয়েলমির এই ফোনটি Android 11 আধারিত Realme UI 2.0-এ রান করে। কানেক্টিভিটির জন্য 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS এবং ম‍্যাক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন