চারটি এমন খামতি যার জন্য Realme 8 Pro ‘বেস্ট চয়েজ’ হয়ে উঠতৈ পারল না

রিয়েলমি গত সপ্তাহে তাদের লেটেস্ট ‘রিয়েলমি 8’ সিরিজের Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। আকর্ষণীয় লুকের সঙ্গে দুর্দান্ত ফিচারযুক্ত এই ফোনদুটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। সিরিজের বড় স্মার্টফোন অর্থাৎ Realme 8 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর প্রাথমিক দাম 17,999 টাকা। সাধারণ মানুষের মধ্যে এই নতুন রিয়েলমি ফোন সম্পর্কে মিলিত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে এই ফোনটি পছন্দ করলেও অনেক স্মার্টফোন ইউজার মন করছেন মার্কেটে এই বাজেটে এর থেকেও ভালো স্মার্টফোন আছে।সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সাধারণ মানুষের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আমরা এমন চারটি পয়েন্ট খুঁজে বার করেছি যার জন্য Realme 8 Pro ফোনটি নিজেকে খুব একটা জনপ্রিয় করে তুলতে পারেনি।

কম রিফ্রেশরেট

Realme 8 Pro ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত। এই দিক থেকে ইউজাররা কিছুটা অসন্তুষ্ট হয়েছে কারণ এই বাজেটের Xiaomi Redmi Note 10 Pro তে 120 হার্টস রিফ্রেশরেট পাওয়া যায়। Realme 8 Pro তে 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট, 1000 নিটস ব্রাইটনেস এবং 90.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।

পুরোনো প্রসেসর

অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme 8 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। স্মার্টফোন ইউজারদের এই ফোনের চিপসেট নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে। Realme 8 Pro এর আগে Realme 7 Pro তেও কোম্পানি এই স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট‌ই ব‍্যবহার করেছিল। এমনকি কোম্পানির Realme 6 Pro ফোনটিও এক‌ই চিপসেটে রান করে। দুই বছর পুরোনো চিপসেট কোম্পানির নতুন স্মার্টফোনে যোগ করা মোটেই উচিত হয়নি।

ব‍্যার্থ রেয়ার সেন্সর

ফোটোগ্রাফির জন্য Realme 8 Pro তে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি সেন্সর বেস্ট হলেও বাকি তিনটি সেন্সর যেন কিছুটা পিছিয়ে পড়েছে। কোম্পানি এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের B&W লেন্স যোগ করেছে। শুধুমাত্র মোবাইল ফোটোগ্রাফির শৌখিন মানুষ কেন একজন সাধারণ মানুষ পর্যন্ত জানেন সুন্দর ফোটোগ্রাফির জন্য সবকটি সেন্সর‌ই অ্যাডভান্স হ‌ওয়া প্রয়োজন। যদি কেউ ভাবে Realme 8 Pro দিয়ে ম‍্যাক্রো শটস ক‍্যাপচার করতে চান তবে তাকে হয়ত কিছুটা হতাশ হতে হবে।

সেলফির দিক থেকেও পিছিয়ে

সেলফি ও ভিডিও কলের জন্য Realme 8 Pro তে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর যোগ করা হয়েছে। কোম্পানির ফ‍্যানরা এই ফোনে এর চেয়ে অ্যাডভান্স সেলফি ক‍্যামেরার আশা করছিলেন। সবচেয়ে বড় কথা মানূষের আশা বৃদ্ধির কারণ হল Realme 7 Pro তে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেখা গিয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here