শীঘ্রই ভারতে লঞ্চ হবে realme 13 Pro এবং realme 13 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন তারিখ

আগামী 30 জুলাই realme ভারতে তাদের 13 Pro সিরিজ লঞ্চ করবে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই সিরিজের অধীনে ভারতের বাজারে realme 13 Pro এবং realme 13 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হবে। এই সিরিজের সঙ্গে HYPERIMAGE+ টেকনোলজি আনা হচ্ছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অসাধারণ ফটোগ্রাফি করতে সক্ষম।

এই দিন ভারতে লঞ্চ হবে realme 13 Pro Series

আগামী 30 জুলাই ভারতে realme 13 Pro এবং realme 13 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টার সময় কোম্পানি একটি বড় ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই realme 13 Pro সিরিজ বাজারে পেশ করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং রিয়েলমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

কোম্পানি জানিয়ে দিএছে realme 13 Pro এবং realme 13 Pro+ 5G ফোনের গ্লাস প্যানেল মডেল Monet Gold ও Monet Purple কালারে এবং vegan leather মডেল Emerald Green কালারে পেশ করা হবে।

realme 13 Pro+ 5G ফোনের ক্যামেরা

কোম্পানি এই সিরিজ লঞ্চ এর আগেই জানিয়ে দিয়্যেছে আপকামিং realme 13 Pro+ 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-701 প্রাইমারি সেন্সর এবং 3x optical zoom এর ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT-600 periscope telephoto লেন্স যোগ করা হবে। realme 13 Pro এবং realme 13 Pro+ উভয় ফোনে HYPERIMAGE+ AI photography architecture পাওয়া যাবে।

Realme 13 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

Realme 13 Pro+ 5G ফোনটি এই সিরিজের সবচেয়ে বড় মডেল হতে চলেছে। এই ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স যোগ করা হতে পারে। এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

Realme 13 Pro 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

Realme 13 Pro 5G ফোনটিও মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হবে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার আশেপাশে হতে পারে। এই ফোনের বেস মডেলে ডায়নামিক র‌্যাম টেকনোলজি সহ 8GB RAM এবং 128GB স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here