8GB RAM যুক্ত Samsung Galaxy ARE 5G ফোনের দাম প্রকাশ‍্যে আনলো কোম্পানি, জেনে নিন ভারতে এই ফোনটি কত টাকা দামে বিক্রি হবে

Samsung কিছুদিন আগেই ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে Samsung Galaxy A33 5G ফোন পেশ করেছিল। গ‍্যালাক্সি ‘এ’ সিরিজে লঞ্চ করা এই ফোনটি 8GB RAM, Exynos 1280 চিপসেট, 32MP সেল্ফি ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারির মতো শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে। ফোনটিকে পেশ করার পরে এখন কোম্পানি গ‍্যালাক্সি এ33 5জি ফোনটির দাম প্রকাশ‍্যে এনেছে। Samsung Galaxy A33 5G ফোনটি ভারতে 28,499 টাকা প্রারম্ভিক মূল্যে উপলব্ধ হয়ে গেছে।

Samsung Galaxy A33 5G India Price

স‍্যামসাং গ‍্যালাক্সি এ33 5জি ফোনটিকে ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে যেখানে 6 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, অন‍্যত্র ফোনটির বড়ো ভেরিয়েন্ট‌টি 8 জিবি র‍্যাম মেমোরি সহ 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটির দামের কথা বলা হলে, ফোনটির 6GB RAM + 128GB স্টোরে‌জ ভেরিয়েন্টটিকে 28,499 টাকা দামে কেনা যাবে, আবার অন‍্যত্র Samsung Galaxy A33 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম 29,999 টাকা।

28499 rs Samsung Galaxy A33 5g phone India Price revealed know sale offer specifications

Samsung Galaxy A33 5G-এর স্পেসিফিকেশন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ33 5জি ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজল্যুশন যুক্ত 6.4 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি অ্যামোলেড প‍্যানেলে তৈরি হ‌ওয়ার সাথেই 90 হার্টস রিফ্রেশরেট এবং 16এম কালার ডেপ্থ সাপোর্ট করে। এই ডিসপ্লেটিতে অন-স্ক্রিন ফিঙ্গার‌প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Samsung Galaxy ARE 5G ফোনটি আইপি67 রেটিং সাপোর্টের সাথে জল এবং ধূলো‌র থেকে সুরক্ষিত করে তোলে।

Samsung Galaxy A33 5G ফোনটি অ্যান্ডয়েড ওএস-এর সাথে ওয়ান‌ইউআই-এ কাজ করে। আবার প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকর প্রসেসর সহ স‍্যামসাঙের‌ই এক্সোনস 1280 চিপসেট দেওয়া হয়েছে। স‍্যামসাং নিজের এই ফোনটিকে RAM Plus ফিচারের সাথে পেশ করেছে, যার মাধ্যমে ফোনের র‍্যাম মেমোরিতে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম যুক্ত করা যাবে এবং ফোনটি 16 জিবি র‍্যামের শক্তি প্রদান করতে সক্ষম হবে।

28499 rs Samsung Galaxy A33 5g phone India Price revealed know sale offer specifications

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ33 5জি ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে, এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চার যুক্ত 48MP প্রাইমারি লেন্স, এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চার যুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য এই স‍্যামসাং মোবাইল‌টি 25ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এ‌এইচের ব‍্যাটারি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here