Home খবর 64MP Camera সহ লঞ্চ হল নতুন Vivo 5G Phone, পাওয়া যাবে 16GB RAM এর ক্ষমতা

64MP Camera সহ লঞ্চ হল নতুন Vivo 5G Phone, পাওয়া যাবে 16GB RAM এর ক্ষমতা

গত বছর ভিভো ভারতে 8GB RAM + 128GB Storage সহ তাদের মিড বাজেট 5G ফোনে হিসাবে Vivo Y200 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি আপগ্রেড করে ফোনটির 256GB Storage ভেরিয়েন্ট পেশ করেছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং সেল সম্পর্কে নিচে জানানো হল।

Vivo Y200 5G এর ছবি

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন

Vivo Y200 5G এর দাম

কোম্পানি 256জিবি স্টোরেজ সহ Vivo Y200 5G ফোনটি 23,999 টাকা দামে লঞ্চ করেছে। ফোনটির 128জিবি স্টোরেজ মডেল 21,999 টাকা দামে সেল করা হয়। ফোনটি কেনার সময় SBI, IDFC First, Bank of Baroda, IndusInd, DBS Bank এবং Federal Bank ইউজাররা 2,000 টাকা ক্যাশব্যাক পাবেন। Y200 5G ফোনটি Desert Gold এবং Jungle Green কালারে সেল করা হয়।