64MP Camera সহ লঞ্চ হল নতুন Vivo 5G Phone, পাওয়া যাবে 16GB RAM এর ক্ষমতা

গত বছর ভিভো ভারতে 8GB RAM + 128GB Storage সহ তাদের মিড বাজেট 5G ফোনে হিসাবে Vivo Y200 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি আপগ্রেড করে ফোনটির 256GB Storage ভেরিয়েন্ট পেশ করেছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং সেল সম্পর্কে নিচে জানানো হল।

Vivo Y200 5G এর ছবি

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Vivo Y200 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ফানটাচ ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসরে যোগ করা হয়েছে।
  • RAM: এই ফোনে 8GB virtual RAM দেওয়া হয়েছে। ফলে ফোনের 8GB physical RAM র সঙ্গে এতে মোট 16GB RAM উপভোগ করা যায়।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Smart Aura Light সহ ওআইএস সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

Vivo Y200 5G এর দাম

কোম্পানি 256জিবি স্টোরেজ সহ Vivo Y200 5G ফোনটি 23,999 টাকা দামে লঞ্চ করেছে। ফোনটির 128জিবি স্টোরেজ মডেল 21,999 টাকা দামে সেল করা হয়। ফোনটি কেনার সময় SBI, IDFC First, Bank of Baroda, IndusInd, DBS Bank এবং Federal Bank ইউজাররা 2,000 টাকা ক্যাশব্যাক পাবেন। Y200 5G ফোনটি Desert Gold এবং Jungle Green কালারে সেল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here