240km রেঞ্জের সঙ্গে লঞ্চ হল নতুন iVOOMi S1 Electric Scooter, দাম 70 হাজার টাকার থেকেও কম

ভারতীয় বাজারে বর্তমানে Electric Scooter অর্থাৎ ব্যাটারিচালিত স্কুটারের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। পেট্রোলের ক্রমবর্ধমান দামের কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে বিদ্যুতের মাধ্যমে চার্জ হয়ে রাস্তায় চলা Electric Two-Wheeler এর প্রতি আগ্রহী হয়ে পড়ছে এবং কিনছেও। ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে আজ iVOOMi Energy তাদের একটি নতুন প্রোডাক্ট পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 69,999 টাকা দামের iVOOMi S1 লঞ্চ করা হয়েছে। এই গাড়িটি একবার ফুল চার্জে 240 কিলোমিটার রেঞ্জ দিটে সক্ষম।

iVOOMi S1 Electric Scooter এর দাম

iVOOMi Energy তাদের নতুন ইলেকট্রিক স্কুটারটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। iVOOMi S1 এর এই তিনটি মডেলের নাম যথাক্রমে iVOOMi S1 80, iVOOMi S1 200 এবং iVOOMi S1 240 রাখা হয়েছে। এর মধ্যে iVOOMi S1 80 এর দাম মাত্র 69,999 টাকা। এই সিরিজের iVOOMi S1 200 এর দাম রাখা হয়েছে 85,000 টাকা এবং এই ইলেকট্রিক স্কুটারের টপ মডেল iVOOMi S1 240 মডেলটি 1,21,000 টাকা দামে সেল করা হবে। মার্কেটে এই ইলেকট্রিক স্কুটারটি Peacock Blue, Night Maroon এবং Dusky Black কালারে পেশ করা হয়েছে।

iVOOMi S1 Electric Scooter এর রেঞ্জ

iVOOMi S1 80, iVOOMi S1 200 এবং iVOOMi S1 240 এর নাম দেখেই বোঝা যাচ্ছে এর বেস মডেলে 80 কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায়। অর্থাৎ একবার ফুল চার্জ করলে এই স্কুটার এক টানা 80 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। একইভাবে iVOOMi S1 200 মডেলটি সিঙ্গেল চার্জে দুইশো কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। এছাড়া কোম্পানির লেটেস্ট iVOOMi S1 240 মডেলটি ফুল চার্জ করলে 240 কিলোমিটার পর্যন্ত ননস্টপ চলতে পারে।

iVOOMi S1 Electric Scooter এর ফিচার

কোম্পানি তাদের iVOOMi S1 240 স্কুটারে 4.2kWh এর দুটি ব্যাটারি দিয়েছে এবং এতে 2.5kW ব্যাটারি প্যাক যোগ করা হয়েছে। একইভাবে iVOOMi S1 80 স্কুটারে 1.5kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং এতে 2.5kW hub-mounted motor রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার 55kmph টপ স্পীড দিটে সক্ষম এবং এতে Eco, Rider এবং Sport তিনটি রাইডিং মোড আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here