50MP ক্যামেরা এবং শক্তিশালী 6,000mAh ব্যাটারিসহ 17 এপ্রিল ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M14 5G স্মার্টফোন, জেনে নিন দাম

Highlights

  • Samsung Galaxy M14 5G এর দাম হবে 13 হাজারের মধ্যে।
  • এই Samsung মোবাইলটি 13 5G ব্যান্ড সাপোর্ট করবে।
  • এই ফোনে 2 বছরের Android এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung ভারতে আরও একটি 5G ফোন আনছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী 17 এপ্রিল কোম্পানি ভারতে নতুন Samsung Galaxy M14 5G ফোন লঞ্চ করবে। Galaxy ‘M’ সিরিজে যুক্ত হতে চলা এই লো বাজেট ফোনটির একাধিক স্পেসিফিকেশন অফিসিয়ালি শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন

Samsung Galaxy M14 5G ফোনের লঞ্চ এবং দাম

Samsung Galaxy M14 5G ফোনটি 17 এপ্রিল ভারতীয় মার্কেটে প্রবেশ করবে, যার দাম এবং সেল ডিটেইলস সেইদিন দুপুর 12 টায় উন্মোচন করা হবে। কোম্পানি তাদের প্রোডাক্ট পেজের মাধ্যমে এই ফোনটি টিজ করা শুরু করেছে এবং জানিয়েছে যে এই ফোনটি 13 হাজারের বাজেটে সেলের জন্য পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে যে Galaxy A14 5G ফোনটির প্রারম্ভিক দাম 13,999 টাকার কাছাকাছি হতে পারে।

Samsung Galaxy M14 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

  • Exnos 1330
  • 13 5G ব্যান্ড
  • Android 13

Samsung Galaxy M14 5G ফোনে প্রসেসিংয়ের জন্য কোম্পানির নিজস্ব Xynos 1330 প্রসেসর দেওয়া হবে। এই চিপসেটটি 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত যা 13 5G ব্যান্ড সাপোর্ট করে। আরও পড়ুন: লিক হল OnePlus Pad-এর দাম, ভারতে এই মাস থেকেই শুরু হতে পারে সেল

এই Samsung মোবাইলটি Android 13 এ লঞ্চ হবে যা Samsung One UI এর সাথে একত্রে কাজ করবে।কোম্পানির তরফে জানানো হয়েছে এই স্মার্টফোনটি 2 বছরের Android OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটসহ মার্কেটে লঞ্চ করা হবে।

  • 25W চার্জিং
  • 6,000mAh ব্যাটারি
  • 50MP ট্রিপল ক্যামেরা

Samsung Galaxy M14 5G স্মার্টফোনে একটি 6,000 mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনটি ফুল চার্জের পর একটানা 2 দিন কাজ করতে পারবে। এর সাথে এই ফোনে 25W ফাস্ট চার্জিং টেকনোলজিও থাকবে। আরও পড়ুন: ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M14 5G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যেখানে প্রাইমারি সেন্সর F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেখা যাবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here