12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন

ভারতে OPPO Reno 12 সিরিজ পেশ করা হবে। চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতীয় বাজারে আসতে চলেছে। কোম্পানি গত সপ্তাহে তাদের আপকামিং সিরিজ টিজ করেছিল, এবার সম্প্রতি জুলাই মাসে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 12 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটে Reno12 সিরিজের পেজ লাইভ করে দিয়েছে, এর মাধ্যমে লঞ্চের আগেই এই ফোনের ডিটেইলস দেখা গেছে।

ভারতে OPPO Reno 12 সিরিজের লঞ্চ ডেট

আগামী 12 জুলাই OPPO Reno 12 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। দ্য টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু আগামী 12 জুলাই OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন বারটিয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং দুটি ওপ্পো ফোনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার অর্থাৎ AI ফিচার ব্যাবহার করা হবে।

 

OPPO Reno 12 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 Pro স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএচডি + Curved OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Oppo Reno 12 Pro স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: Oppo Reno 12 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 OIS সেন্সর, 8MP Sony IMX355 সেন্সর এবং 2x 50MP Samsung JN5 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Samsung JN5 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 12 Pro স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 12 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: OPPO Reno 12 স্মার্টফোনের প্রসেসর প্রো মডেলের মতোই। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 12 স্মার্টফোনে রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 OIS মেইন সেন্সর, 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 12 স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here